০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য বিধানসভায় গ্রীষ্মকালীন অধিবেশন শুরু ৯ জুন

সুস্মিতা
  • আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 121

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনা হবে। বৃহস্পতিবার এমনটা জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনের। দুই থেকে আড়াই সপ্তাহ সেই অধিবেশন চলতে পারে। একাধিক বিল পেশ করা হবে সেই অধিবেশনে। একাধিক বিলের পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে প্রস্তাব আনা হবে বিধানসভায়।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাজ্য সরকার একাধিক বিল আনতে চলেছে বলে খবর। রাজ্যপালের কাছে যাওয়া একটি বিল বিধানসভায় আসতে চলছে। এ ছাড়াও অনেকগুলি নতুন বিল পেশ করা হবে। সেইগুলির উপর বিস্তারিত আলোচনা করা হবে।

বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এ ছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’ পাশাপাশি স্পিকার জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে। নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে।

প্রসঙ্গত, শেষ বাজেট অধিবেশনে বিরোধীদের হই-হট্টগোলে তেতে ওঠে বিধানসভা। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বাজেট অধিবেশনের প্রথম দফায় কাগজ ছিঁড়ে ৩০দিনের জন্য সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ১১ মার্চও ফের গণ্ডগোল করে রাজ্য বিজেপি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য বিধানসভায় গ্রীষ্মকালীন অধিবেশন শুরু ৯ জুন

আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনা হবে। বৃহস্পতিবার এমনটা জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনের। দুই থেকে আড়াই সপ্তাহ সেই অধিবেশন চলতে পারে। একাধিক বিল পেশ করা হবে সেই অধিবেশনে। একাধিক বিলের পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে প্রস্তাব আনা হবে বিধানসভায়।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাজ্য সরকার একাধিক বিল আনতে চলেছে বলে খবর। রাজ্যপালের কাছে যাওয়া একটি বিল বিধানসভায় আসতে চলছে। এ ছাড়াও অনেকগুলি নতুন বিল পেশ করা হবে। সেইগুলির উপর বিস্তারিত আলোচনা করা হবে।

বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এ ছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’ পাশাপাশি স্পিকার জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে। নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে।

প্রসঙ্গত, শেষ বাজেট অধিবেশনে বিরোধীদের হই-হট্টগোলে তেতে ওঠে বিধানসভা। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বাজেট অধিবেশনের প্রথম দফায় কাগজ ছিঁড়ে ৩০দিনের জন্য সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ১১ মার্চও ফের গণ্ডগোল করে রাজ্য বিজেপি।