প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে বাড়তি ৫০ হাজার কোটি টাকা! দাবি রিপোর্টে

- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 111
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিরক্ষা খাতে আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার! কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই ইঙ্গিত মিলেছে। মূলত সমরাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা হবে বলে সূত্রে জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পরেই ভারতের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য অতিরিক্ত বাজেট পেশ করা হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে বলে খবর। প্রসঙ্গত, চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। গত বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯.৫৩ শতাংশ। অবশ্য গত বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটি ধ্বংস করতে অন্য দেশ থেকে কেনা আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রেও আস্থা রেখেছে ভারত। আবার পাক হামলা রুখতে কার্যকরী ভূমিকা নিয়েছে রাশিয়া থেকে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০, ভারতে যেটি ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত। গত ১২ মে একটি বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ অপারেশন সিঁদুর অভিযানে ভারতে তৈরি অস্ত্রগুলির কার্যকারিতা দৃঢ় ভাবে প্রমাণিত হয়েছে।”