শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 107
পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার রাতভর বৃষ্টিতে বেশ কিছুটা পারতপতন কলকাতায়। ঝড় বৃষ্টিতে প্রায় এক ধাক্কায় ৪ ডিগ্রি কমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। গরম অনেকটাই কমল পশ্চিমের জেলাগুলিতেও। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৮ থেকে ৯৩ শতাংশ। রবিবার আকাশ মোটের উপর আংশিক মেঘলাই ছিল। রবিবার দুপুর ১২ টা নাগাদ শহরজুড়ে ঝড়-বৃষ্টি হয়। অন্যদিকে বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে। জেলার একাধিক প্রান্তে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে কখনও কখনও ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর ডানা মেলেছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গনা, ও অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।