১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নারী নির্যাতন মামলায় গ্রেফতার গায়ক নোবেল

সুস্মিতা
- আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
- / 347
পুবের কলম ওয়েবডেস্ক: গায়ক নোবেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে ডেমরার শারুরিয়ার আমতলার বাড়ি থেকে গায়ককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে দেখা যায় নোবেলকে। ওই তরুণী ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এরপরই নোবেলকে গ্রেফতার করা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ভিডিওতে এক তরুণীকে মারধর করে হাত ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে দেখা যায়। এ সময় কয়েকজন বাধা দিতে দেখা গেলেও নোবেলকে থামানো যায়নি। মামলা বা গ্রেপ্তার অবশ্য নোবেলের জন্য নতুন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মত অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদের শিরোনাম হয়েছেন অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে ২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি। এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
Tag :
Singer Nobel