০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিরল লক্ষণ কোভিড ১৯-এর, শিশুকন্যার মৃত্যুতে চাঞ্চল্য

আবুল খায়ের
  • আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
  • / 98

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফুসফুস খেয়ে ফেলে কোভিড। এই ভাইরাসের জেরে দৃষ্টিশক্তি হারানোর কথাও শোনা গিয়েছে। বাড়ন্ত হার্ট অ্যাটাকেরও ভিলেন মনে করা হচ্ছে কোভিড ১৯ ভাইরাসকেই। কিন্তু চিনে যা ঘটেছে তা বিরল কাণ্ড। চিকিৎসকরা জানাচ্ছেন, সেখানে আট বছরের এক শিশুকন্যার মস্তিষ্কে হামলা চালিয়েছিল মারণ ভাইরাস। এর জেরে কোমায় চলে যায় সে। নয় দিন কোমায় থাকায় পর মৃত্যু হয় তার।

কোভিড মহামারী ছিল দুই বিশ্বযুদ্ধের পর মানব সভ্য়তার সবথেকে বড় সংকট। একটানা দুই বছর মৃত্যুমিছিল দেখেছিল দুনিয়া। তখনই বোঝা গিয়েছিল কতটা ভয়ংকর এই ভাইরাস। চিনা চিকিৎসকরা জানাচ্ছেন, শুরুতে জ্বর হয়েছিল এই শিশুকন্যার। এরপর খিঁচুনি শুরু হয়। সঙ্গে মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। কিছুদিন পর সারা গায়ে ফুসকুড়ি বেরতে শুরু করে। আরম্ভ হয় বমি।

শিশুটি যে কোভিডে আক্রান্ত তা প্রথম দিকে আন্দাজ করতে পারেননি চিকিৎসকরা। পরীক্ষাও হয়নি। কিন্তু দ্রুত অবস্থা খারাপ হতে শুরু করে। মুখ থেকে ফেনা বেরতে শুরু করে শিশুর। অঙ্গ-প্রত্যঙ্গ শক্ত হয়ে ওঠে, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়। এরপর গুয়াংজু মহিলা ও শিশু চিকিৎসা কেন্দ্রে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা হয়। তাতে ধরা পড়ে মস্তিষ্কের একটি বিরল রোগ অ্যাকিউট নেক্রোটাইজিং এনসেফালোপ্যাথিতে ভুগছে শিশুকন্যা। নেপথ্যে মারণ ভাইরাস কোভিডের সংক্রমণ। হাসপাতালে নয় দিন কোমায় থাকার ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয় শিশুটির।

বলা বাহুল্য, এই ঘটনায় নতুন করে কোভিড ১৯ ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষ। বিশেষজ্ঞদের দাবি, কোভিড থেকে স্নায়ুতন্ত্রের সমস্যা হতেই পারে। এমনকী মস্তিষ্কেও পৌঁছাতে পারে ভাইরাস। তবে এই ঘটনা বিরল। উল্লেখ্য, সম্প্রতি অতিমারীর আতঙ্ক ফের ফিরছে। হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুর-সহ এশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা আড়াইশো জনের বেশি!

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরল লক্ষণ কোভিড ১৯-এর, শিশুকন্যার মৃত্যুতে চাঞ্চল্য

আপডেট : ২১ মে ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফুসফুস খেয়ে ফেলে কোভিড। এই ভাইরাসের জেরে দৃষ্টিশক্তি হারানোর কথাও শোনা গিয়েছে। বাড়ন্ত হার্ট অ্যাটাকেরও ভিলেন মনে করা হচ্ছে কোভিড ১৯ ভাইরাসকেই। কিন্তু চিনে যা ঘটেছে তা বিরল কাণ্ড। চিকিৎসকরা জানাচ্ছেন, সেখানে আট বছরের এক শিশুকন্যার মস্তিষ্কে হামলা চালিয়েছিল মারণ ভাইরাস। এর জেরে কোমায় চলে যায় সে। নয় দিন কোমায় থাকায় পর মৃত্যু হয় তার।

কোভিড মহামারী ছিল দুই বিশ্বযুদ্ধের পর মানব সভ্য়তার সবথেকে বড় সংকট। একটানা দুই বছর মৃত্যুমিছিল দেখেছিল দুনিয়া। তখনই বোঝা গিয়েছিল কতটা ভয়ংকর এই ভাইরাস। চিনা চিকিৎসকরা জানাচ্ছেন, শুরুতে জ্বর হয়েছিল এই শিশুকন্যার। এরপর খিঁচুনি শুরু হয়। সঙ্গে মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। কিছুদিন পর সারা গায়ে ফুসকুড়ি বেরতে শুরু করে। আরম্ভ হয় বমি।

শিশুটি যে কোভিডে আক্রান্ত তা প্রথম দিকে আন্দাজ করতে পারেননি চিকিৎসকরা। পরীক্ষাও হয়নি। কিন্তু দ্রুত অবস্থা খারাপ হতে শুরু করে। মুখ থেকে ফেনা বেরতে শুরু করে শিশুর। অঙ্গ-প্রত্যঙ্গ শক্ত হয়ে ওঠে, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়। এরপর গুয়াংজু মহিলা ও শিশু চিকিৎসা কেন্দ্রে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা হয়। তাতে ধরা পড়ে মস্তিষ্কের একটি বিরল রোগ অ্যাকিউট নেক্রোটাইজিং এনসেফালোপ্যাথিতে ভুগছে শিশুকন্যা। নেপথ্যে মারণ ভাইরাস কোভিডের সংক্রমণ। হাসপাতালে নয় দিন কোমায় থাকার ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয় শিশুটির।

বলা বাহুল্য, এই ঘটনায় নতুন করে কোভিড ১৯ ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষ। বিশেষজ্ঞদের দাবি, কোভিড থেকে স্নায়ুতন্ত্রের সমস্যা হতেই পারে। এমনকী মস্তিষ্কেও পৌঁছাতে পারে ভাইরাস। তবে এই ঘটনা বিরল। উল্লেখ্য, সম্প্রতি অতিমারীর আতঙ্ক ফের ফিরছে। হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুর-সহ এশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা আড়াইশো জনের বেশি!