০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

আবুল খায়ের
  • আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 202

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেলআবিবের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা নিয়ে জা ইসরাইলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাইমস অব ইসরাইল জানায়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে। এই হামলার সময় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে এবং বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, এ সময় আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হন।

আরও পড়ুন: ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়নে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

এটি চলতি মাসে চতুর্থবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে গত সোমবার এবং গত বৃহস্পতিবারও একই ধরনের হামলা চালানো হয়েছিল। গত ৪ মে তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, যেখানে কয়েকজন আহত হন এবং বিমানবন্দরে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

হুথি যোদ্ধারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালিয়ে যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইয়েমেন।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সর্বশেষ এই হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমান হামলার সতর্কতা নীতিমতো কার্যকর করা হয়েছে। তবে তারা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেলআবিবের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা নিয়ে জা ইসরাইলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাইমস অব ইসরাইল জানায়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে। এই হামলার সময় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে এবং বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, এ সময় আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হন।

আরও পড়ুন: ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়নে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

এটি চলতি মাসে চতুর্থবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে গত সোমবার এবং গত বৃহস্পতিবারও একই ধরনের হামলা চালানো হয়েছিল। গত ৪ মে তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, যেখানে কয়েকজন আহত হন এবং বিমানবন্দরে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

হুথি যোদ্ধারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালিয়ে যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইয়েমেন।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সর্বশেষ এই হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমান হামলার সতর্কতা নীতিমতো কার্যকর করা হয়েছে। তবে তারা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।