বনগাঁয় ভুয়ো তপশিলি প্রমাণপত্র বাতিলের দাবিতে জোরালো হচ্ছে মতুয়াদের আন্দোলন

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 111
এম এ হাকিম, বনগাঁ: ভুয়ো তপশিলি জাতির প্রমাণপত্র বাতিলের দাবিতে জোরালো আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বনগাঁ মহকুমা মতুয়া মহাসংঘের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বনগাঁ মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান।
প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যে পাঁচজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দাবি, আন্দোলনের চাপে একজন পঞ্চায়েত প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং প্রশাসনের তরফে তাঁর তপশিলি প্রমাণপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
মহকুমা শাসকের দফতরে অভিযুক্তদের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়াও শুরু হয়েছে। শুনানিতে তাঁদেরও যেন ডাকা হয়, সেই অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে গত দুই বছর ধরে তাঁরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ জুন মামলার পরবর্তী শুনানি হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর স্পষ্ট জানিয়েছেন, ‘ভুয়ো এসসি কার্ড ব্যবহার করে কেউ যাতে সুবিধা না নিতে পারে, তার জন্য আমাদের লড়াই চলবে।’ মতুয়া মহাসংঘের যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বলেন, ‘এই আন্দোলন প্রমাণ করে দেবে, মতুয়ারা সত্য প্রতিষ্ঠায় পিছ-পা হয় না। আইনত লড়াইয়ের মাধ্যমেই আমরা ন্যায্য অধিকার রক্ষা করব।’