নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

- আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 174
পুবের কলম ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতে না হতেই নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। মোদি বিভাজনের রাজনীতি করছেন বলে তোপ দাগেন তিনি। মমতা বলেন, “উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ ওঁকে অসম থেকে লোক নিয়ে আসতে হল? তার মানে উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। ওঁর উপর আর মানুষের বিশ্বাস নেই।” নরেন্দ্র মোদি আক্রমণ করে বলেন, “উনি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?”
শাসক দল তথা রাজ্যকে সরকারকে আলিপুরদুয়ার থেকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তার জবাব হিসাবে মুখ্যমন্ত্রী বলেন, “আগে নিজের দোষ দেখুন। আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনও কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয়। কিন্তু যখন আপনার গুজরাতে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?”
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কটাক্ষ মমতার। আমেরিকার বন্ধু দেশ হিসাবে পরিচিত ভারত। প্রধানমন্ত্রীকে বারবার বন্ধু বলেছেন ট্রাম্প। সেই প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ” এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান!”
তিনি আরও বলেন, “এত বড় বড় কথা বলেন। সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম। সিকিমে তো গেলেনই না। ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন। প্রচার হওয়া উচিত সেনার। এখনও জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন? সব দেখানোর জন্য।” এদিন বাংলাকে কেন্দ্রের বঞ্চিত হওয়া নিয়ে ফের সরব হন তিনি। “১০০ দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন, টাকা দেননি। আমরা সব দিলাম। কেন চার বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করেছেন? বাংলার স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে দিতে চাইছেন উনি।” বলে দোষারোপ মুখ্যমন্ত্রীর।
মণিপুর প্রসঙ্গে তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল।” কেন্দ্রে কাছে বাংলা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পায় বলে জানান তিনি। সেই টাকা বাংলাকে দেওয়ার কথা এদিন নবান্ন থেকে বলেন মুখ্যমন্ত্রী।