০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ: নতুন নোটে বাদ পড়ল বঙ্গবন্ধুর ছবি

সুস্মিতা
  • আপডেট : ২ জুন ২০২৫, সোমবার
  • / 267

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে বাংলাদেশের নতুন ব্যাংক নোট থেকে বাদ পড়লো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংক রবিবার থেকে নতুন নকশার ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে, যার কোনোটিতেই বঙ্গবন্ধুর ছবি নেই। সোমবার থেকে ঢাকার সব ব্যাংক শাখায় এসব নতুন নোট পাওয়া যাবে।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি, আগে থেকে ছাপানো বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটগুলোও বাজারে ছাড়া বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

এতদিন বাংলাদেশের প্রায় সব নোটেই বঙ্গবন্ধুর ছবি শোভা পেত। ১০০০ টাকার পুরনো নোটে সামনের দিকের বাঁ পাশে তাঁর ছবি ছিল। নতুন ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবির বদলে বাঁ দিকে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি।একইভাবে, ৫০ টাকার নতুন নকশার নোটে এসেছে আহসান মঞ্জিলের ছবি। অন্যদিকে, ২০ টাকার নতুন নোটে শোভা পাচ্ছে কান্তজিউ মন্দিরের ছবি।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রবিবার বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১০টি ব্যাংককে নতুন নকশার নোট সরবরাহ করা হয়েছে এবং সোমবার বাকি ব্যাংকগুলোকেও এই নতুন নোট দেওয়া হবে।যদিও নতুন নোট বাজারে এসেছে, তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে বঙ্গবন্ধুর ছবি-সহ ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোটগুলো এখনই বাতিল হচ্ছে না। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব নোট এবং কয়েন সচল থাকবে। তবে যেহেতু বঙ্গবন্ধুর ছবি-সহ নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই অনেকেই ধারণা করছেন যে ধীরে ধীরে এই নোটগুলো বাজার থেকে তুলে নেওয়া হতে পারে।

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ: নতুন নোটে বাদ পড়ল বঙ্গবন্ধুর ছবি

আপডেট : ২ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে বাংলাদেশের নতুন ব্যাংক নোট থেকে বাদ পড়লো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংক রবিবার থেকে নতুন নকশার ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে, যার কোনোটিতেই বঙ্গবন্ধুর ছবি নেই। সোমবার থেকে ঢাকার সব ব্যাংক শাখায় এসব নতুন নোট পাওয়া যাবে।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি, আগে থেকে ছাপানো বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটগুলোও বাজারে ছাড়া বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

এতদিন বাংলাদেশের প্রায় সব নোটেই বঙ্গবন্ধুর ছবি শোভা পেত। ১০০০ টাকার পুরনো নোটে সামনের দিকের বাঁ পাশে তাঁর ছবি ছিল। নতুন ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবির বদলে বাঁ দিকে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি।একইভাবে, ৫০ টাকার নতুন নকশার নোটে এসেছে আহসান মঞ্জিলের ছবি। অন্যদিকে, ২০ টাকার নতুন নোটে শোভা পাচ্ছে কান্তজিউ মন্দিরের ছবি।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রবিবার বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১০টি ব্যাংককে নতুন নকশার নোট সরবরাহ করা হয়েছে এবং সোমবার বাকি ব্যাংকগুলোকেও এই নতুন নোট দেওয়া হবে।যদিও নতুন নোট বাজারে এসেছে, তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে বঙ্গবন্ধুর ছবি-সহ ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোটগুলো এখনই বাতিল হচ্ছে না। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব নোট এবং কয়েন সচল থাকবে। তবে যেহেতু বঙ্গবন্ধুর ছবি-সহ নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই অনেকেই ধারণা করছেন যে ধীরে ধীরে এই নোটগুলো বাজার থেকে তুলে নেওয়া হতে পারে।

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ