সুপ্রিম নির্দেশ, ১৫ জুনের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা স্থগিত করল এনবিইএমএস

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 84
পুবের কলম, ওয়েবডেস্ক: স্থগিত হল নিট পিজি পরীক্ষা। ১৫ জুন ২০২৫-এর নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাকে স্থগিত ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এক্সজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। উল্লেখ্য, ক’দিন আগেই দেশের শীর্ষ আদালত নিট পরীক্ষা দুটি শিফটে হওয়ার বিষয়ে কড়া অবস্থান নেয়।
সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কোনওভাবেই দুটি শিফটে নিট পরীক্ষা নেওয়া যাবে না। একটি শিফটে পরীক্ষা নিতে নির্দেশ দেয় আদালত। দেশের শীর্ষ আদালতের কড়া অবস্থানের পর পরীক্ষা স্থগিতের মত বিষয়ে পদক্ষেপ নিল এনবিইএমএস।
তারা জানিয়েছে, “সুপ্রিম নির্দেশনার পরিপ্রেক্ষিতে, নিট পিজি ২০২৫ পরীক্ষা একক শিফটে অনুষ্ঠিত হবে। ১৫ জুন নির্ধারিত এই পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে, যাতে অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা যায়। পরীক্ষার নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।”