ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী
- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 114
পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিরোধীদের দাবি সত্ত্বেও সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকেনি কেন্দ্র। তাই এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেই অপারেশন সিঁদুর এ ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে এই সরকারি প্রস্তাব নিয়ে দু ঘন্টা আলোচনার সুচি রয়েছে। মুখ্যমন্ত্রী ওই দিনের আলোচনায় অংশ নেবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা অধিবেশনের শুরুর আগে প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠক ডাকা হয়| বৃহস্পতিবার বিধানসভায় ডাকা ওই বৈঠক বয়কট করে বিজেপি। উপস্থিত ছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এই অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে| রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে| রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে| তার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে। এছাড়া গঙ্গার ভাঙ্গন এবং পানীয় জলের সমস্যা নিয়ে দুটি মোশন আনা হতে চলেছে।
বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্ট এই অধিবেশনে তোলা হবে বলে সূত্রের খবর| প্রশাসনিক স্বচ্ছতা ও নীতি নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়| এই রিপোর্টগুলিতে স্থান পেয়েছে| বিজেপির পক্ষ থেকে মালদহ- মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব আনার পরিকল্পনা করা হচ্ছে| সব মিলিয়ে পহেলগাঁও থেকে মালদহ মুর্শিদাবাদ ইস্যুতে এবার বিধানসভা অধিবেশন রীতিমতো জমজমাট হয়ে উঠবে।