দীর্ঘ টালবাহানার পর অবশেষে দখল মুক্ত চম্পাহাটি মেন রোড

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 95
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বারুইপুর ক্যানিং রোডের চম্পাহাটির মেন রোড দখলমুক্ত করার কাজ শুরু করল প্রশাসন। ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানের কারণে বহুদিন ধরেই যানজট ছিল নিত্যদিনের সমস্যা। যানজটে আটকে পড়ত অফিসযাত্রী, স্কুল পড়ুয়া, এমনকী অ্যাম্বুল্যান্সও। এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে এই দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।
সোমবার সকাল থেকে প্রশাসনের তরফে অভিযান শুরু হয়। দোকানদারদের আগেই নোটিস দিয়ে সতর্ক করা হয়েছিল। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, রাস্তায় বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না। শুধু দোকান নয়, বেআইনি পার্কিং এবং নির্ধারিত সময়ের বাইরে ভারী গাড়ির প্রবেশ ও নিষিদ্ধ করা হবে।
তিনি আরও জানান, শুধু দখল সরানোই নয়, ভবিষ্যতে যেন ফের দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারি চালানো হবে।আর প্রশাসনের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। ব্যবসায়ীরাও জানাচ্ছেন, তারা নোটিস পেয়েছেন এবং এই উদ্যোগে সহমত পোষণ করছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এই অভিযান চালু থাকলে পথ চলা অনেক সহজ হবে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। প্রশাসনের তরফে আশ্বাস, এলাকায় শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান চলবে নিয়মিত।