০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ‘ঘুষ-তোলার’ ভিডিয়ো ভাইরাল, ব্যবস্থা নিল লালবাজার

আবুল খায়ের
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 96

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক বিতর্কিত ঘটনায় যখন পুলিশের ভাবমূর্তি চরম চাপে। তখন মহানগরের মাঝখানে আইনের রক্ষকদের ‘ঘুষ-তোলার’ ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে পুলিশ প্রশাসন। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় নেট পাড়া। তোলা তুলতে গিয়ে ভাইরাল দুই পুলিশ আধিকারিক।

চাঞ্চল্য সৃষ্টি হতেই শাস্তিমূলক ব্যবস্থা নিল লালবাজার। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলেই খবর। এমনিতেই সাম্প্রতিক সময়ে রাজ্য তথা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ড থেকে শুরু করে প্রতিবাদী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের ঘটনা, সমালোচিত হয়েছে। তারইমধ্যে এই ধরনের ঘটনা।

রাতের কলকাতার ঘটনা। অভিযোগ, হাওড়া ব্রিজে চলন্ত গাড়ি থামিয়ে চালকের থেকে ‘তোলা’ নিচ্ছিলেন দুই পুলিশ অফিসার। রবিবার গভীর রাতের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটি প্রাইভেট গাড়িকে থামান দুই ট্রাফিক পুলিশ। গাড়ির চালকের সঙ্গে কথোপকথনের মাঝেই ক্যামেরাবন্দি হয় টাকার বিনিময়ের দৃশ্য। গোটা ঘটনা ক্যামেরা বন্দি করা হয়  গাড়ির ভিতর থেকেই তা বোঝা যাচ্ছে।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে লালবাজার। তদন্তে নেমে চিহ্নিত করা হয় অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে। সূত্রের খবর, তাঁরা উত্তর বন্দর ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। নর্থপোর্ট থানার ডিসি জানিয়েছেন, সোমবার সকালে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। তবে এই ঘটনার জেরে ফের একবার পুলিশি নৈতিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের ‘ঘুষ-তোলার’ ভিডিয়ো ভাইরাল, ব্যবস্থা নিল লালবাজার

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক বিতর্কিত ঘটনায় যখন পুলিশের ভাবমূর্তি চরম চাপে। তখন মহানগরের মাঝখানে আইনের রক্ষকদের ‘ঘুষ-তোলার’ ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে পুলিশ প্রশাসন। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় নেট পাড়া। তোলা তুলতে গিয়ে ভাইরাল দুই পুলিশ আধিকারিক।

চাঞ্চল্য সৃষ্টি হতেই শাস্তিমূলক ব্যবস্থা নিল লালবাজার। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলেই খবর। এমনিতেই সাম্প্রতিক সময়ে রাজ্য তথা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ড থেকে শুরু করে প্রতিবাদী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের ঘটনা, সমালোচিত হয়েছে। তারইমধ্যে এই ধরনের ঘটনা।

রাতের কলকাতার ঘটনা। অভিযোগ, হাওড়া ব্রিজে চলন্ত গাড়ি থামিয়ে চালকের থেকে ‘তোলা’ নিচ্ছিলেন দুই পুলিশ অফিসার। রবিবার গভীর রাতের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটি প্রাইভেট গাড়িকে থামান দুই ট্রাফিক পুলিশ। গাড়ির চালকের সঙ্গে কথোপকথনের মাঝেই ক্যামেরাবন্দি হয় টাকার বিনিময়ের দৃশ্য। গোটা ঘটনা ক্যামেরা বন্দি করা হয়  গাড়ির ভিতর থেকেই তা বোঝা যাচ্ছে।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে লালবাজার। তদন্তে নেমে চিহ্নিত করা হয় অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে। সূত্রের খবর, তাঁরা উত্তর বন্দর ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। নর্থপোর্ট থানার ডিসি জানিয়েছেন, সোমবার সকালে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। তবে এই ঘটনার জেরে ফের একবার পুলিশি নৈতিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।