বীরসা মুণ্ডার প্রয়াণে এক্স হ্যান্ডলে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 132
পুবের কলম ওয়েবডেস্ক: দেশের স্বাধীনতা সংগ্রামে বীরসা মুণ্ডার আত্মত্যাগের কথা ক’জনেরই বা মনে আছে? সোমবার বীরসা মুণ্ডার প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর কথা।
উনিশ শতকের শেষে তৎকালীন বঙ্গ-বিহার সীমানায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আদিবাসী বীর বীরসা মুণ্ডা। তাঁর প্রয়াণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘জয় জোহার / ধরতি আবা ভগবান বীরসা মুণ্ডার প্রয়াণ দিবসে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব যে আমরা এই বিদ্রোহী বীরকে সম্মান জানিয়ে তাঁর নামাঙ্কিত একটি কলেজ করেছি উত্তরবঙ্গে। শুধু তা-ই নয়, তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা তাঁর জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করেছি। আমি আর একবার এই মহান আদিবাসী বীরকে আমার অন্তরের প্রণাম জানাই। ’
পরাধীন ভারতে আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বীরসা মুণ্ডা। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রত্যেক বছর আদিবাসী নেতা বীরসা মুণ্ডার জন্মদিনে এবং মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
জয় জোহার
ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব যে আমরা এই বিদ্রোহী বীরকে সম্মান জানিয়ে তাঁর নামাঙ্কিত একটি কলেজ করেছি উত্তরবঙ্গে। শুধু তাই নয়, তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা তাঁর জন্মদিনে রাজ্যে সরকারি ছুটিও ঘোষণা করেছি।
আমি…
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2025