তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 137
পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক থেকে ৪৮টি ‘কান’ যুদ্ধবিমান কিনতে চলেছে ইন্দোনেশিয়া। এই যুদ্ধবিমান তুরস্কের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। যদিও আর্থিক দিকটি এখনও প্রকাশ্যে আসেনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, যুদ্ধবিমানগুলো তুরস্কেই নির্মিত হবে এবং ইন্দোনেশিয়ার স্থানীয় প্রতিরক্ষা শিল্প এতে অংশীদার হিসেবে যুক্ত থাকবে।
চুক্তিটি হয়েছে জাকার্তায় চলমান ‘ইন্দো ডিফেন্স ২০২৫’ প্রতিরক্ষা মেলার ফাঁকে। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম সাবাহ জানাচ্ছে, এই সমঝোতা তুরস্কের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এরদোগান জানিয়েছেন, ‘এই চুক্তি আমাদের জাতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির প্রতিচ্ছবি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে ধন্যবাদ জানাই নেতৃত্ব দেওয়ার জন্য।’
চুক্তিটি এমন এক সময়ে হয়েছে, যখন তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। এ বছরের গোড়াতেই দুই দেশ একটি যৌথ ড্রোন কারখানা নির্মাণে একমত হয়েছে, যা পরিচালনা করবে তুরস্কের ড্রোন প্রস্তুতকারক সংস্থা ‘বায়কার’।
‘কান’ যুদ্ধবিমানের প্রথম পরীক্ষামূলক উড়ান হয়েছে ২০২৪ সালে। এই ফাইটার জেট পুরোপুরি তুরস্কে ডিজাইন ও তৈরি হয়েছে। প্রথম ইউনিট সরবরাহের সম্ভাব্য সময় ২০২৮। তুরস্কের দুই ঘনিষ্ঠ মিত্র; পাকিস্তান ও আজারবাইজান;এরই মধ্যে এই বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে।