০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল থেকে ভারতীয়দের ফেরাতে বিবৃতি জারি করল বিদেশ মন্ত্রক

আবুল খায়ের
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 201

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে ভারত। এর আওতায় ভারতীয় দূতাবাসের আয়োজনে ইরানের তেহরান থেকে আর্মেনিয়ায় সীমান্ত অতিক্রম করে ১১০ জন শিক্ষার্থী নিরাপদ স্থানে পৌঁছে যান।

এরপর সেখান থেকে তাঁদের বিমানে করে নিয়ে আসা হল ভারতে। এই পড়ুয়াদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের। পাশাপাশি এদিন বিকেলে বিদেশ মন্ত্রক নতুন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমেই ইসরাইল থেকেও ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। যাঁরা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইসরাইলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনও প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইসরাইলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস।’’

আরও পড়ুন: ৭ মাসে ১৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও পড়ুন: জনগণের সমর্থন হারিয়েছে নেতানিয়াহু সরকার: ইয়ার লাপিদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইল থেকে ভারতীয়দের ফেরাতে বিবৃতি জারি করল বিদেশ মন্ত্রক

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে ভারত। এর আওতায় ভারতীয় দূতাবাসের আয়োজনে ইরানের তেহরান থেকে আর্মেনিয়ায় সীমান্ত অতিক্রম করে ১১০ জন শিক্ষার্থী নিরাপদ স্থানে পৌঁছে যান।

এরপর সেখান থেকে তাঁদের বিমানে করে নিয়ে আসা হল ভারতে। এই পড়ুয়াদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের। পাশাপাশি এদিন বিকেলে বিদেশ মন্ত্রক নতুন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমেই ইসরাইল থেকেও ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। যাঁরা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইসরাইলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনও প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইসরাইলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস।’’

আরও পড়ুন: ৭ মাসে ১৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও পড়ুন: জনগণের সমর্থন হারিয়েছে নেতানিয়াহু সরকার: ইয়ার লাপিদ