০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল শিক্ষা দফতরে নয়া ডিডিএসই রেজানুল করিম

পুবের কলম প্রতিবেদকঃ ডেপুটি ডাইরেক্টর অব স্কুল এডুকেশন (ডিডিএসই) পদে নিযুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি রেজানুল করিম তরফদার। তাঁর জায়গায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি করা হল শেখ আবদুল মানাফ আলিকে। তিনি ছিলেন ডিরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশন দফতরে। দক্ষিণ ২৪ পরগণার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর নজরুল হক সেপাইকে ভাইস ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন পদে দেওয়া হল। এদিকে গত বছরেই প্রমোশন পেয়েছিলেন রেজানুল করিম। কিন্তু মাদ্রাসা সেক্রেটারি পদে কেউ না আসা পর্যন্ত তিনি ওই পদ সামলাচ্ছিলেন। এখন তিনি স্কুল শিক্ষা দফতরের অর্থাৎ ডিডিএসই পদের দায়িত্ব সামলাবেন।
রেজানুল করিম তরফদার মাদ্রাসা বোর্ডের সচিব থাকাকালীন নানা কাজ করেছেন। অত্যান্ত দক্ষতার সঙ্গে তিনি শিক্ষকদের বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আরও কী কী গঠনমূলক কর্মসূচী নেওয়া যায় সে ব্যাপারে কাজ করে এসেছেন। অত্যান্ত মিষ্টিভাষী এই আধিকারিক চলে যাওয়ায় শিক্ষকরাও অনেকটাই হতাশ। তবুও বদলির চাকরিতে যেতেই হবে। তাই তাঁর এই প্রমোশনে খুশি শিক্ষক মহল।
এ বিষয়ে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, রেজানুল করিম তরফদারের মতো ভালো অফিসারের অভাব বোধ করবো। আশা করবো, যিনি মাদ্রাসা পর্ষদের সেক্রেটারি পদে আসছেন, তিনিও শিক্ষকদের নানা সমস্যা সমাধান করতে তৎপর থাকবেন। শিক্ষকনেতা সৈয়দ সাজ্জাদ হোসেন, আবু সুফিয়ান পাইকরাও আশা প্রকাশ করেছেন, মাদ্রাসা পর্ষদে আসা নতুন অফিসারও শিক্ষকদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নেবেন।

ট্যাগ :

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কুল শিক্ষা দফতরে নয়া ডিডিএসই রেজানুল করিম

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ ডেপুটি ডাইরেক্টর অব স্কুল এডুকেশন (ডিডিএসই) পদে নিযুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি রেজানুল করিম তরফদার। তাঁর জায়গায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি করা হল শেখ আবদুল মানাফ আলিকে। তিনি ছিলেন ডিরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশন দফতরে। দক্ষিণ ২৪ পরগণার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর নজরুল হক সেপাইকে ভাইস ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন পদে দেওয়া হল। এদিকে গত বছরেই প্রমোশন পেয়েছিলেন রেজানুল করিম। কিন্তু মাদ্রাসা সেক্রেটারি পদে কেউ না আসা পর্যন্ত তিনি ওই পদ সামলাচ্ছিলেন। এখন তিনি স্কুল শিক্ষা দফতরের অর্থাৎ ডিডিএসই পদের দায়িত্ব সামলাবেন।
রেজানুল করিম তরফদার মাদ্রাসা বোর্ডের সচিব থাকাকালীন নানা কাজ করেছেন। অত্যান্ত দক্ষতার সঙ্গে তিনি শিক্ষকদের বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আরও কী কী গঠনমূলক কর্মসূচী নেওয়া যায় সে ব্যাপারে কাজ করে এসেছেন। অত্যান্ত মিষ্টিভাষী এই আধিকারিক চলে যাওয়ায় শিক্ষকরাও অনেকটাই হতাশ। তবুও বদলির চাকরিতে যেতেই হবে। তাই তাঁর এই প্রমোশনে খুশি শিক্ষক মহল।
এ বিষয়ে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, রেজানুল করিম তরফদারের মতো ভালো অফিসারের অভাব বোধ করবো। আশা করবো, যিনি মাদ্রাসা পর্ষদের সেক্রেটারি পদে আসছেন, তিনিও শিক্ষকদের নানা সমস্যা সমাধান করতে তৎপর থাকবেন। শিক্ষকনেতা সৈয়দ সাজ্জাদ হোসেন, আবু সুফিয়ান পাইকরাও আশা প্রকাশ করেছেন, মাদ্রাসা পর্ষদে আসা নতুন অফিসারও শিক্ষকদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নেবেন।