২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আগামিকাল থেকে শুরু নতুন হিজরি সন ১৪৪৭
আবুল খায়ের
- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 190
পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আবর ঘোষণা করেছে, বৃহস্পতিবার থেকে সেখানে পহেলা মুর্হারম বা হিজরি নতুন বর্ষ শুরু হয়েছে। বুধবার সউদি আরবের বহু স্থানে নতুন বছরের চাঁদ দেখা যায়। ফলে ১৪৪৭ সালের ইসলামী ক্যালেন্ডা বা হিজরি সন বৃহস্পতিবার থেকে সউদি আরবে গণনা করা হচ্ছে।
সউদি আরবের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ভারতের বিদগ্ধ আলেমরা বলেছেন, ভারতে যদি বৃহস্পতিবার চাঁদ দেখা যায়, তাহলেই ভারতেও ১৪৪৭ সালে নয়া হিজরি বছর শুক্রবার শুরু হবে। যেহেতু চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে হিজরি সন গণনা করা হয়, সেহেতু ভারতে চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে পহেলা মুর্হারম গণনা করা হবে।
এদিকে বৃহস্পতিবার রাতে নাখোদা মসজিদ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চাঁদ দেখা গেছে সেই হিসেবে ভারতে শুক্রবার থেকে পহেলা মুর্হারম গণনা করা হবে। আর আশুরা পালন করা হবে ৬ জুলাই, ২০২৫।
Tag :