আপনার যাত্রা আমাদের গর্বিত করেছে, শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 176
পুবের কলম, ওয়েব ডেস্কঃ অ্যাক্সিয়ম মিশন ৪’-এর সদস্যদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘আমাদের নভশ্চর, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং দলের অন্য সদস্যদের অ্যাক্সিয়ম মিশন ৪-এর অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছতে দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত।
তাঁদের সকলকে, বিশেষ করে আমাদের ঘরের ছেলে শুভাংশুকে আন্তরিক অভিনন্দন! প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে পা রাখা এক অসাধারণ অর্জন! তাঁর এই মিশন কেবল ব্যক্তিগত অর্জন নয় বরং ভারতের মহাকাশ বিজ্ঞানের প্রচেষ্টার জন্য একটি স্মরণীয় পদক্ষেপ, যা একটি শক্তিশালী নভশ্চর দেশ হিসেবে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে। শুভাংশু, আবারও অভিনন্দন! আপনার যাত্রা সত্যিই আমাদের সকলকে গর্বিত করেছে! জয় হিন্দ!’
উল্লেখ্য, স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনোর মুহূর্তে তৈরি হল অন্য ইতিহাস। আগামী ১৪ দিন তাঁরা মহাকাশে কেমন কাটান, সেদিকে চোখ থাকবে সকলের।