০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কসবার কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা, তড়িঘড়ি রিপোর্ট তলব করল বিকাশ ভবন – নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
  • / 179

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজ-এর প্রাঙ্গণে ঘটে গেল ন্যক্কারজনক ঘটনা। প্রথম বর্ষের এক ছাত্রী কলেজ চত্বরে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। দ্রুত পদক্ষেপ নিল উচ্চশিক্ষা দফতর। তড়িঘড়ি রিপোর্ট তলব করল বিকাশ ভবন।

সূত্রের খবর, কলেজে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই বিকাশ ভবনের তরফে কলেজের গভর্নিং বডিকে জরুরি বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কলেজের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে দফতর।

জানা গিয়েছে, ২৫ জুন, কলেজেরই প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, যিনি বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী, ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ছাত্রী তা প্রত্যাখ্যান করলে, অভিযুক্ত তাঁকে কলেজ চত্বরে ধর্ষণ করে। এই অপরাধে অভিযুক্তকে সাহায্য করে কলেজের দুই বর্তমান পড়ুয়া। তিনজনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দফতর সরাসরি কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল না, কেন ক্যাম্পাসে বহিরাগত এমন স্বাধীনভাবে চলাফেরা করতে পারল, তার লিখিত জবাব তলব করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে। প্রয়োজন পড়লে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করার কথাও ভাবতে বলা হয়েছে।

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

আজ সকাল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ সম্পূর্ণভাবে পুলিশের ঘেরাটোপে। কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুম সহ গুরুত্বপূর্ণ অংশে মোতায়েন রয়েছে পুলিশ। কলেজ চত্বরে ঢোকার রাস্তাও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সকালেই ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা পুরো ঘটনা খতিয়ে দেখেছেন।

আরও পড়ুন: কলকাতা কসবা গণধর্ষণকাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আবেদন, হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের

এই ঘটনার পর কলেজের পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নরকীয় ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে মত শিক্ষামহলের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কসবার কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা, তড়িঘড়ি রিপোর্ট তলব করল বিকাশ ভবন – নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজ-এর প্রাঙ্গণে ঘটে গেল ন্যক্কারজনক ঘটনা। প্রথম বর্ষের এক ছাত্রী কলেজ চত্বরে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। দ্রুত পদক্ষেপ নিল উচ্চশিক্ষা দফতর। তড়িঘড়ি রিপোর্ট তলব করল বিকাশ ভবন।

সূত্রের খবর, কলেজে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই বিকাশ ভবনের তরফে কলেজের গভর্নিং বডিকে জরুরি বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কলেজের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে দফতর।

জানা গিয়েছে, ২৫ জুন, কলেজেরই প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, যিনি বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী, ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ছাত্রী তা প্রত্যাখ্যান করলে, অভিযুক্ত তাঁকে কলেজ চত্বরে ধর্ষণ করে। এই অপরাধে অভিযুক্তকে সাহায্য করে কলেজের দুই বর্তমান পড়ুয়া। তিনজনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দফতর সরাসরি কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল না, কেন ক্যাম্পাসে বহিরাগত এমন স্বাধীনভাবে চলাফেরা করতে পারল, তার লিখিত জবাব তলব করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে। প্রয়োজন পড়লে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করার কথাও ভাবতে বলা হয়েছে।

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

আজ সকাল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ সম্পূর্ণভাবে পুলিশের ঘেরাটোপে। কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুম সহ গুরুত্বপূর্ণ অংশে মোতায়েন রয়েছে পুলিশ। কলেজ চত্বরে ঢোকার রাস্তাও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সকালেই ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা পুরো ঘটনা খতিয়ে দেখেছেন।

আরও পড়ুন: কলকাতা কসবা গণধর্ষণকাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আবেদন, হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের

এই ঘটনার পর কলেজের পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নরকীয় ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে মত শিক্ষামহলের।