ট্রাম্পের নতুন ডাকনাম ‘ড্যাডি’ ঘিরে বিতর্ক! ইরান-ইসরাইল সংঘাতের মধ্যেই কূটনৈতিক হুঁশিয়ারি

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 313
পুবের কলম ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের নতুন ডাকনাম এখন ‘ড্যাডি’। ন্যাটো কর্তার মুখে এই সম্বোধনের পর আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার সেই ‘ড্যাডি’ শব্দটিকেই অস্ত্র বানিয়ে ইসরাইলকে খোঁচা দিল ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি শনিবার এক পোস্টে কটাক্ষ করে লেখেন, ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তেল আভিভ ‘ড্যাডি’র কাছে আশ্রয় নিয়েছিল। সেই সঙ্গেই হুঁশিয়ারি, যদি পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা সত্যিই সিরিয়াস হয়, তাহলে ট্রাম্পের উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-কে অসম্মান না করা।
আরাগাচি স্পষ্টই লিখেছেন, ‘‘মহান ও শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে ইসরাইলি প্রশাসনের কোনও উপায় ছিল না, তাই ‘ড্যাডি’র কাছে ছুটে যাওয়া ছাড়া উপায় ছিল না। যদি তারা আবার ভুল পথে এগোয়, ইরান তার প্রকৃত শক্তি দেখাতে দ্বিধা করবে না। যা ইরানের সামরিক ক্ষমতা নিয়ে সব বিভ্রান্তি দূর করবে।’’
তিনি আরও বলেন, ‘‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই পরমাণু চুক্তি পুনরায় শুরু করতে চান, তাহলে তাঁর উচিত ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এবং তাঁর কোটি কোটি অনুগামের প্রতি অসম্মানজনক আচরণ বন্ধ করা।’’
প্রসঙ্গত, গত বুধবার ন্যাটো সম্মেলনে ট্রাম্প যোগ দিয়েছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘ওরা খুবই মারামারি শুরু করেছিল, একেবারে স্কুলের মাঠে দুই শিশুর মতো! এমন ক্ষেত্রে দুই-তিন মিনিট লড়তে দিতে হয়, তাহলেই সহজে থামে।’’ তাঁর কথার মাঝেই ন্যাটোর এক কর্তা মার্ক বলেন, ‘‘আর সেক্ষেত্রে ‘ড্যাডি’কে এগিয়ে এসে কড়া কথা বলতেই হয়!’’ এরপর থেকেই ‘ড্যাডি’ ডাকনাম ঘিরে জল্পনা ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে।
এখন সেই ডাকনামকে সামনে রেখেই ইরান নতুন করে ইসরাইলকে আক্রমণ শানালো। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের পরমাণু চুক্তি নিয়ে আবার চাপে ফেলার চেষ্টা হয়, তাহলে কোনওরকম দ্বিধা না করে সামরিক ক্ষমতা ব্যবহার করবে তেহরান। ইরান-ইসরাইল সংঘাত এবং ট্রাম্পের নতুন ‘ড্যাডি’ ইমেজ নিয়ে এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।