২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী এবং বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য রাইয়ের আজ জন্মদিন। ৪৮ পেরিয়ে ৪৯- এ পা দিলেন রাই সুন্দরী।র‍্যাম্প হোক বা সিলভার স্ক্রিন, পারিবারিক দায়িত্ব বা মাতৃত্ব সবেতেই তিনি অনন্যা।

১ নভেম্বর মধ্যরাত থেকেই নেটিজেনরা শুভেচ্ছা আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। টুইটারে আজ দিনভর ট্রেন্ডিং বচ্চন বধূর জন্মদিন।

আরও পড়ুন: কানের রেড কার্পেটে ঐশ্বর্যর লুক ঘিরে তুমুল চর্চা

আসুন আজ জানি ঐশ্বর্যের জীবনের কিছু অজানা কথা।

আরও পড়ুন: মাস্টার ব্লাস্টারের জন্মদিনে মনকাড়া শুভেছা প্রিয় বন্ধু সৌরভের

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’, ‘ধুম’ এর মত ছবিতে নজর কেড়েছে ঐশ্বর্যের অভিনয়।

আরও পড়ুন: আজ পাতাল রেলের শুভ জন্মদিন! আসুন জানি কিছু অজানা কথা

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের শিরোপা পান তিনি

নবম শ্রেণীতে প্রথম বার ক্যামেলিন পেন্সিলের বিজ্ঞাপনে দেখা যায় তাঁর মুখ

প্রথমে মেডিসিন এর পরের পড়াশোনা ছিল আর্কিটেক্ট নিয়ে। তবে শেষপর্যন্ত মডেলিংকে পেশা হিসেবে নেন তিনি।

১৯৯৩ সালে তিনি হন মিস ইন্ডিয়া

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

তবে তার আগেই পেপসির বিজ্ঞাপনে মহিমা চৌধুরী এবং আমির খানের সঙ্গে বিজ্ঞাপনে মাত করেন এই নীল নয়না।

বলিউডে ববি দেওলের সঙ্গে আওর পেয়ার হো গিয়া ছবিতে অভিনয় দিয়ে ডেবিউ করেন তিনি।

২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে জুরি মেম্বারের সম্মান পান

নেদারল্যান্ডে একটি বাগানে রয়েছে তার নামে অর্কিড।

২০০৯ সালে পান পদ্মশ্রী সম্মান

হবি হল নিজের সম্পর্কে লেখা প্রতিবেদন সংগ্রহ করা।

বিবাহবন্ধনে আবদ্ধ হন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে

একমাত্র কন্যা আরাধ্যার গর্বিত জননী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী এবং বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য রাইয়ের আজ জন্মদিন। ৪৮ পেরিয়ে ৪৯- এ পা দিলেন রাই সুন্দরী।র‍্যাম্প হোক বা সিলভার স্ক্রিন, পারিবারিক দায়িত্ব বা মাতৃত্ব সবেতেই তিনি অনন্যা।

১ নভেম্বর মধ্যরাত থেকেই নেটিজেনরা শুভেচ্ছা আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। টুইটারে আজ দিনভর ট্রেন্ডিং বচ্চন বধূর জন্মদিন।

আরও পড়ুন: কানের রেড কার্পেটে ঐশ্বর্যর লুক ঘিরে তুমুল চর্চা

আসুন আজ জানি ঐশ্বর্যের জীবনের কিছু অজানা কথা।

আরও পড়ুন: মাস্টার ব্লাস্টারের জন্মদিনে মনকাড়া শুভেছা প্রিয় বন্ধু সৌরভের

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’, ‘ধুম’ এর মত ছবিতে নজর কেড়েছে ঐশ্বর্যের অভিনয়।

আরও পড়ুন: আজ পাতাল রেলের শুভ জন্মদিন! আসুন জানি কিছু অজানা কথা

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের শিরোপা পান তিনি

নবম শ্রেণীতে প্রথম বার ক্যামেলিন পেন্সিলের বিজ্ঞাপনে দেখা যায় তাঁর মুখ

প্রথমে মেডিসিন এর পরের পড়াশোনা ছিল আর্কিটেক্ট নিয়ে। তবে শেষপর্যন্ত মডেলিংকে পেশা হিসেবে নেন তিনি।

১৯৯৩ সালে তিনি হন মিস ইন্ডিয়া

৪৯-এ পা দিলেন রাই সুন্দরী, দেখে নিন একনজরে চেনা ঐশ্বর্যর অজানা কথা

তবে তার আগেই পেপসির বিজ্ঞাপনে মহিমা চৌধুরী এবং আমির খানের সঙ্গে বিজ্ঞাপনে মাত করেন এই নীল নয়না।

বলিউডে ববি দেওলের সঙ্গে আওর পেয়ার হো গিয়া ছবিতে অভিনয় দিয়ে ডেবিউ করেন তিনি।

২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে জুরি মেম্বারের সম্মান পান

নেদারল্যান্ডে একটি বাগানে রয়েছে তার নামে অর্কিড।

২০০৯ সালে পান পদ্মশ্রী সম্মান

হবি হল নিজের সম্পর্কে লেখা প্রতিবেদন সংগ্রহ করা।

বিবাহবন্ধনে আবদ্ধ হন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে

একমাত্র কন্যা আরাধ্যার গর্বিত জননী