০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশায় গুলির লড়াইয়ে নিহত দুই মাওবাদী

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্ক: ওড়িশার কান্ধামাল অঞ্চলে নিহত দুই মাওবাদী। রবিবার ডিভিএফ, এসওজি ও ওড়িশা পুলিশ মাওবাদী নিকেশের অভিযান চালায়। মূলত কান্ধামাল জেলার অন্তর্গত বালিগুডা থানার জঙ্গলমহলে চলে এই অভিযান।

সোমবার এই মাওবাদী বিরোধী অভিযানে পুলেশের হাতে নিহত হন দুজন। দুই দিনের এই অভিযানে পুলিশ জানায়, মাওবাদীদের তরফ থেকে প্রথমে হামলা করা হয়। মাওবাদীদের গুলির জেরে আহত হন এক পুলিশ কর্মী। তারপর ওড়িশার গভির জঙ্গলে চলে গুলির লড়াই। ওড়িশা পুলিশ এদিন জানায়, “গুলির লড়ায়ে সোমবার দুই মাওবাদী নিহত হয়”। জানা গিয়েছে ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় এই মাওবাদীদের বাস ছিল।

নিহত মাওবাদীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তারা মাওবাদী দলের বিশেষ কর্মী। তাদের মানকু ও চন্দন নামে চিহ্নিত করা হয়েছে। যদিও দুই মাওবাদীর ব্যবস্থা পুলিশ করে, তাদের দলের অন্য সদস্যরা এখনও ফারার।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

এদিন পুলিশ জানিয়েছে, তাদের ও মাওবাদী দলের মধ্যে এই গুলির সংঘাতের পর, ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রর পাশাপাশি মূলত অনেক কটা রাইফেল ও ওয়াকি-টকি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দুই পুলিশ অফিসার সাসপেন্ড

আরও পড়ুন: সোনা চুরির অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার! ওড়িশায় ধৃত পশ্চিম মেদিনীপুরের যুব মোর্চা নেতাকে ঘিরে রাজনৈতিক তোলপাড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশায় গুলির লড়াইয়ে নিহত দুই মাওবাদী

আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওড়িশার কান্ধামাল অঞ্চলে নিহত দুই মাওবাদী। রবিবার ডিভিএফ, এসওজি ও ওড়িশা পুলিশ মাওবাদী নিকেশের অভিযান চালায়। মূলত কান্ধামাল জেলার অন্তর্গত বালিগুডা থানার জঙ্গলমহলে চলে এই অভিযান।

সোমবার এই মাওবাদী বিরোধী অভিযানে পুলেশের হাতে নিহত হন দুজন। দুই দিনের এই অভিযানে পুলিশ জানায়, মাওবাদীদের তরফ থেকে প্রথমে হামলা করা হয়। মাওবাদীদের গুলির জেরে আহত হন এক পুলিশ কর্মী। তারপর ওড়িশার গভির জঙ্গলে চলে গুলির লড়াই। ওড়িশা পুলিশ এদিন জানায়, “গুলির লড়ায়ে সোমবার দুই মাওবাদী নিহত হয়”। জানা গিয়েছে ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় এই মাওবাদীদের বাস ছিল।

নিহত মাওবাদীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তারা মাওবাদী দলের বিশেষ কর্মী। তাদের মানকু ও চন্দন নামে চিহ্নিত করা হয়েছে। যদিও দুই মাওবাদীর ব্যবস্থা পুলিশ করে, তাদের দলের অন্য সদস্যরা এখনও ফারার।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

এদিন পুলিশ জানিয়েছে, তাদের ও মাওবাদী দলের মধ্যে এই গুলির সংঘাতের পর, ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রর পাশাপাশি মূলত অনেক কটা রাইফেল ও ওয়াকি-টকি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দুই পুলিশ অফিসার সাসপেন্ড

আরও পড়ুন: সোনা চুরির অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার! ওড়িশায় ধৃত পশ্চিম মেদিনীপুরের যুব মোর্চা নেতাকে ঘিরে রাজনৈতিক তোলপাড়