২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুনরাবৃত্তি, ১ বছর ৮ মাস বাদে রাজ্য বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
  • / 23

পুবের কলম প্রতিবেদকঃ সোমবার থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন শোকপ্রস্তাব পাঠের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। তবে শুরুর দিন থেকেই একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিতে থাকল। এবার কি বিরোধী-শূন্য বিধানসভার অধিবেশন দেখবে রাজ্য?

কারণ শীতকালীন অধিবেশন এবার কিছুটা এগিয়ে এনে উৎসবের মধ্যেই ডাকা হয়েছে। অধিবেশনে মধ্যেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট ও জগদ্ধাত্রী পুজো রয়েছে। উৎসবের মধ্যেই বিধানসভা চলা নিয়ে আগেই আপত্তি জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের অপব্যবহার নিয়ে নিন্দা প্রস্তাব পাস, দেশে প্রথম নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য বিধানসভায়

যদিও এর মধ্যেই বিজেপির একাংশ মনে করছে, বিধায়কদের ভাতার কথা মাথায় রেখে হাজিরা জরুরি। কারণ বিধানসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,  অধিবেশনে হাজিরা না দিলে মিলবে না ভাতা।

এদিকে এদিন বিকেলে রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কের বিজয়া সম্মিলনী ছিল। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া অন্যান্য প্রথম সারির বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, উৎসবের মরসুমে আমরা মানুষের পাশে থাকব। তাই ওই দিনগুলোতে আমরা বিধানসভায় থাকব না। তাই বলে আমরা বিধানসভা বয়কট করছি এমন ভাবার কারণ নেই। বারবার আমাদের তরফে সরকারপক্ষকে অধিবেশন পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সরকারপক্ষ সেদিকে কর্ণপাত করেনি। ৩০ নভেম্বর পর্যন্ত বিধানসভা চললে কি অসুবিধা হত। তাই এই মুহূর্তে না থাকলেও, ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত আমরা অধিবেশনের কর্মসূচিতে যোগ দেব।

তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলের কাছে আবেদন করা হয়েছে যে কটা দিন বিধানসভার অধিবেশন চলবে তারা যেন অধিবেশনে হাজির থাকেন। এখন দেখার বিরোধীরা সেই দাবি মেনে নেয় কিনা।

উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বন্ধ থাকার পর শীতকালীন অধিবেশন থেকে ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। বিধানসভা সূত্রে খবর, আজ অর্থাৎ ২ তারিখে বিধানসভায় অধিবেশনের শুরুতেই প্রশ্ন-উত্তর-পর্ব দিয়ে অধিবেশন শুরু হবে। ১৬ মার্চ ২০২০ সালে শেষ প্রশ্ন-উত্তর পর্ব হয়েছিল রাজ্য বিধানসভায়। ১ বছর ৮ মাস পর রাজ্য বিধানসভায় ফের ফিরছে সেই প্রশ্ন-উত্তর পর্ব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুনরাবৃত্তি, ১ বছর ৮ মাস বাদে রাজ্য বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব

আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ সোমবার থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন শোকপ্রস্তাব পাঠের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। তবে শুরুর দিন থেকেই একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিতে থাকল। এবার কি বিরোধী-শূন্য বিধানসভার অধিবেশন দেখবে রাজ্য?

কারণ শীতকালীন অধিবেশন এবার কিছুটা এগিয়ে এনে উৎসবের মধ্যেই ডাকা হয়েছে। অধিবেশনে মধ্যেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট ও জগদ্ধাত্রী পুজো রয়েছে। উৎসবের মধ্যেই বিধানসভা চলা নিয়ে আগেই আপত্তি জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের অপব্যবহার নিয়ে নিন্দা প্রস্তাব পাস, দেশে প্রথম নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য বিধানসভায়

যদিও এর মধ্যেই বিজেপির একাংশ মনে করছে, বিধায়কদের ভাতার কথা মাথায় রেখে হাজিরা জরুরি। কারণ বিধানসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,  অধিবেশনে হাজিরা না দিলে মিলবে না ভাতা।

এদিকে এদিন বিকেলে রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কের বিজয়া সম্মিলনী ছিল। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া অন্যান্য প্রথম সারির বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, উৎসবের মরসুমে আমরা মানুষের পাশে থাকব। তাই ওই দিনগুলোতে আমরা বিধানসভায় থাকব না। তাই বলে আমরা বিধানসভা বয়কট করছি এমন ভাবার কারণ নেই। বারবার আমাদের তরফে সরকারপক্ষকে অধিবেশন পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সরকারপক্ষ সেদিকে কর্ণপাত করেনি। ৩০ নভেম্বর পর্যন্ত বিধানসভা চললে কি অসুবিধা হত। তাই এই মুহূর্তে না থাকলেও, ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত আমরা অধিবেশনের কর্মসূচিতে যোগ দেব।

তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলের কাছে আবেদন করা হয়েছে যে কটা দিন বিধানসভার অধিবেশন চলবে তারা যেন অধিবেশনে হাজির থাকেন। এখন দেখার বিরোধীরা সেই দাবি মেনে নেয় কিনা।

উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বন্ধ থাকার পর শীতকালীন অধিবেশন থেকে ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। বিধানসভা সূত্রে খবর, আজ অর্থাৎ ২ তারিখে বিধানসভায় অধিবেশনের শুরুতেই প্রশ্ন-উত্তর-পর্ব দিয়ে অধিবেশন শুরু হবে। ১৬ মার্চ ২০২০ সালে শেষ প্রশ্ন-উত্তর পর্ব হয়েছিল রাজ্য বিধানসভায়। ১ বছর ৮ মাস পর রাজ্য বিধানসভায় ফের ফিরছে সেই প্রশ্ন-উত্তর পর্ব।