আমেরিকায় শুটআউট! বন্দুকবাজের এলোপাথারি গুলিতে নিহত ৪, আহত একাধিক

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 106
পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকায় ফের শুটআউট। চিকাগোর একটি রেস্তোরাঁর বাইরে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের। নিহত কমপক্ষে চারজন। আহতের সংখ্যা একাধিক। এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাতে চিকাগোর রিভার নর্থ এলাকার ঘটনা। সেখানে একটি রেস্তোরাঁয় একটি গানের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় আচমকা ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক যুবক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। আততায়ী পলাতক। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।