২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতের আবাসিক স্কুলে খাবার খেয়ে অসুস্থ ৬০ পড়ুয়া!খাবারে বিষক্রিয়া না অন্য কারণ তদন্তে পুলিশ

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 124

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের আবাসিক স্কুলে অসুস্থ ৬০ পড়ুয়া। পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গুজরাতের দহোড় জেলার মন্দোর লুখাড়িয়া গ্রামের ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খাবার খাওয়ার পরই পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকে। কারও পেটে ব্যথা, কারও বমি শুরু হয়। কেউ আবার অচৈতন্য হয়ে পড়ে। এরফলে স্কুলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকেরা স্কুলে যান। জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরাও আসেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্কুলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতের আবাসিক স্কুলে খাবার খেয়ে অসুস্থ ৬০ পড়ুয়া!খাবারে বিষক্রিয়া না অন্য কারণ তদন্তে পুলিশ

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের আবাসিক স্কুলে অসুস্থ ৬০ পড়ুয়া। পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গুজরাতের দহোড় জেলার মন্দোর লুখাড়িয়া গ্রামের ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খাবার খাওয়ার পরই পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকে। কারও পেটে ব্যথা, কারও বমি শুরু হয়। কেউ আবার অচৈতন্য হয়ে পড়ে। এরফলে স্কুলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকেরা স্কুলে যান। জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরাও আসেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্কুলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।