২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

চামেলি দাস
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 154

পুবের কলম ওয়েবডেস্ক : কোলাপুরী বিতর্কে আইনি গেরোয় ইতালির নামী ফ্যাশন সংস্থা। ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরী শিল্পকে নকল করে চপ্পল বানিয়ে ফ্যাশন শো মাতিয়েছে। কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি ভারতের এই শিল্পকে। সোশাল মিডিয়ায় এনিয়ে আন্দোলনের জেরে অবশেষে মহারাষ্ট্রের সেই বিশেষ ‘সিগনেচার’ শিল্প যে অনুপ্রেরণা, তা মেনেছে সংস্থার উচ্চপদস্থ কর্তারা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার ইতালির সেই নামী ফ্যাশন সংস্থার বিরুদ্ধে বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মহারাষ্ট্রের কোলাপুরী কারিগরদের যথার্থ স্বীকৃতি ও মোটা অঙ্কের ক্ষতিপূরণের দাবি করা হল।

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

বম্বে হাই কোর্টে ইতালির ওই সংস্থার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গণেশ হিংমিরে নামে মহারাষ্ট্রের এক আইনজীবী। শুক্রবার মামলা আদালতে উঠলে আইনজীবী বলেন, চাপের মুখে ওই সংস্থা ভারতীয় কারিগরদের কাজের স্বীকৃতি দিয়েছে দায়সারাভাবে। এ বিষয়ে সংস্থাকে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে যথাযথ স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে র‌্যাম্প মাতানো ১.২ লক্ষ দামের কোলাপুরীর জন্য ভারতীয় কারিগরদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

২০১৯ সালে মহারাষ্ট্রের কোলাপুর জেলার এই চপ্পল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে। মামলাকারীর দাবি, জিআই-প্রাপ্ত কোলাপুরীকে যদি স্বীকৃতি না দিয়ে অনুকরণ করে কোনও আন্তর্জাতিক সংস্থা, সেটা খুবই দুঃখজনক এবং সমস্যার বিষয়। এনিয়ে কোনও নির্দিষ্ট নিয়মও নেই। তাই কারিগররা বঞ্চিত হলে কিছুই প্রায় করা সম্ভব নয়। তাই ইতালির ওই নামী সংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন মামলাকারী ওই আইনজীবী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : কোলাপুরী বিতর্কে আইনি গেরোয় ইতালির নামী ফ্যাশন সংস্থা। ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরী শিল্পকে নকল করে চপ্পল বানিয়ে ফ্যাশন শো মাতিয়েছে। কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি ভারতের এই শিল্পকে। সোশাল মিডিয়ায় এনিয়ে আন্দোলনের জেরে অবশেষে মহারাষ্ট্রের সেই বিশেষ ‘সিগনেচার’ শিল্প যে অনুপ্রেরণা, তা মেনেছে সংস্থার উচ্চপদস্থ কর্তারা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার ইতালির সেই নামী ফ্যাশন সংস্থার বিরুদ্ধে বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মহারাষ্ট্রের কোলাপুরী কারিগরদের যথার্থ স্বীকৃতি ও মোটা অঙ্কের ক্ষতিপূরণের দাবি করা হল।

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

বম্বে হাই কোর্টে ইতালির ওই সংস্থার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গণেশ হিংমিরে নামে মহারাষ্ট্রের এক আইনজীবী। শুক্রবার মামলা আদালতে উঠলে আইনজীবী বলেন, চাপের মুখে ওই সংস্থা ভারতীয় কারিগরদের কাজের স্বীকৃতি দিয়েছে দায়সারাভাবে। এ বিষয়ে সংস্থাকে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে যথাযথ স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে র‌্যাম্প মাতানো ১.২ লক্ষ দামের কোলাপুরীর জন্য ভারতীয় কারিগরদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

কোলাপুরী চপ্পল কপি-পেস্ট করে আইনি গেরোয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা

২০১৯ সালে মহারাষ্ট্রের কোলাপুর জেলার এই চপ্পল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে। মামলাকারীর দাবি, জিআই-প্রাপ্ত কোলাপুরীকে যদি স্বীকৃতি না দিয়ে অনুকরণ করে কোনও আন্তর্জাতিক সংস্থা, সেটা খুবই দুঃখজনক এবং সমস্যার বিষয়। এনিয়ে কোনও নির্দিষ্ট নিয়মও নেই। তাই কারিগররা বঞ্চিত হলে কিছুই প্রায় করা সম্ভব নয়। তাই ইতালির ওই নামী সংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন মামলাকারী ওই আইনজীবী।