২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর পরই ছাব্বিশের সম্ভব্য ভোটের ইস্তাহার প্রকাশ বিজেপির

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 230

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও নেই । অথাৎ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে ভোটের ইস্তাহার প্রকাশের জন্য নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে না বিজেপি। রাজ্যে বিজেপির ছাব্বিশের ভোটের সংকল্পপত্র (ইস্তাহার) ঘোষণা হবে পুজোর পরই। আর সেই সংকল্পপত্রের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হল রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে।

ভোটের প্রচার ও কর্মসূচি রূপায়ণে একাধিক কমিটিও গড়া হচ্ছে। নেতিবাচক নয়, ইতিবাচক প্রচারে জোর দেওয়ার কথাও বলছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। ভোটের আগেই রাজ্যের উন্নয়নে কী কী পদক্ষেপ করা হবে, সেগুলো তুলে ধরা হবে বাংলার মানুষের কাছে। চারদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর জায়গায় দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। আর দায়িত্ব নিয়েই তাঁর বক্তব্য, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। তাই, ছাব্বিশের ভোটযুদ্ধে এখন থেকেই পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চলেছে গেরুয়া শিবির।

বিধানসভায় পূর্ণশক্তির বুথ কমিটি তৈরি করতে ১০ থেকে ১৩ জুলাই সংশ্লিষ্ট জেলা কমিটিগুলিকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। বুথ সশক্তিকরণের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিধানসভাগুলিতে কোন কোন পথে ভোট বাড়তে পারে, সে বিষয়ে কমিটিগুলিকে লিখিত মতামত দিতে বলা হয়েছে। ওই সব বিধানসভা কেন্দ্রে স্থানীয় ইস্যুকে নিয়ে বিধানসভা ভিত্তিক আন্দোলনের রূপরেখা তৈরি করতে সেল, মোর্চা-সহ বিভিন্ন স্তরের নির্বাচন পরিচালন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের রাজ্য নেতাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জেতা বুথে হারা চলবে না।

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর পরই ছাব্বিশের সম্ভব্য ভোটের ইস্তাহার প্রকাশ বিজেপির

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও নেই । অথাৎ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে ভোটের ইস্তাহার প্রকাশের জন্য নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে না বিজেপি। রাজ্যে বিজেপির ছাব্বিশের ভোটের সংকল্পপত্র (ইস্তাহার) ঘোষণা হবে পুজোর পরই। আর সেই সংকল্পপত্রের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হল রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে।

ভোটের প্রচার ও কর্মসূচি রূপায়ণে একাধিক কমিটিও গড়া হচ্ছে। নেতিবাচক নয়, ইতিবাচক প্রচারে জোর দেওয়ার কথাও বলছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। ভোটের আগেই রাজ্যের উন্নয়নে কী কী পদক্ষেপ করা হবে, সেগুলো তুলে ধরা হবে বাংলার মানুষের কাছে। চারদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর জায়গায় দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। আর দায়িত্ব নিয়েই তাঁর বক্তব্য, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। তাই, ছাব্বিশের ভোটযুদ্ধে এখন থেকেই পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চলেছে গেরুয়া শিবির।

বিধানসভায় পূর্ণশক্তির বুথ কমিটি তৈরি করতে ১০ থেকে ১৩ জুলাই সংশ্লিষ্ট জেলা কমিটিগুলিকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। বুথ সশক্তিকরণের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিধানসভাগুলিতে কোন কোন পথে ভোট বাড়তে পারে, সে বিষয়ে কমিটিগুলিকে লিখিত মতামত দিতে বলা হয়েছে। ওই সব বিধানসভা কেন্দ্রে স্থানীয় ইস্যুকে নিয়ে বিধানসভা ভিত্তিক আন্দোলনের রূপরেখা তৈরি করতে সেল, মোর্চা-সহ বিভিন্ন স্তরের নির্বাচন পরিচালন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের রাজ্য নেতাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জেতা বুথে হারা চলবে না।

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’