২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসিতে চিহ্নিত ‘দাগি’রা বসতে পারবেন না: হাইকোর্ট

চামেলি দাস
  • আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
  • / 178

পুবের কলম ওয়েবডেস্ক:  সুপ্রিম কোর্টের রায়েই বহাল রাখল হাইকোর্ট।  ‘টেন্টেড’ বা দাগি বলে চিহ্নিতরা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর।রাজ্যের আবেদনে সাড়া সদিয়ে সাময়িক সময়ের জন্য ‘যোগ্য’ শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করারস নির্দে দেওয়া হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র

সেইমতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেখানে প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

 

আরও পড়ুন: এসএসসি-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু

মামলাকারীদের অভিযোগ ছিল, সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন  বিজ্ঞপ্তিতে বলা হয় ‘টেন্টেড’ (অযোগ্য)-রাও পরীক্ষায় বসতে পারবেন। এই নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারীরা।

পাশাপাশি বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি বলে মামলার আবেদনে জানানো হয়েছিল।আগামী ১৪ জুলাই নতুন বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন গ্রহণের শেষ দিন। তাই  জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়েছিল।এ বার সেই মামলার প্রেক্ষিতে উল্লেখযোগ্য রায় দিল কলকাতা হাইকোর্ট।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসিতে চিহ্নিত ‘দাগি’রা বসতে পারবেন না: হাইকোর্ট

আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  সুপ্রিম কোর্টের রায়েই বহাল রাখল হাইকোর্ট।  ‘টেন্টেড’ বা দাগি বলে চিহ্নিতরা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর।রাজ্যের আবেদনে সাড়া সদিয়ে সাময়িক সময়ের জন্য ‘যোগ্য’ শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করারস নির্দে দেওয়া হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র

সেইমতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেখানে প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

 

আরও পড়ুন: এসএসসি-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু

মামলাকারীদের অভিযোগ ছিল, সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন  বিজ্ঞপ্তিতে বলা হয় ‘টেন্টেড’ (অযোগ্য)-রাও পরীক্ষায় বসতে পারবেন। এই নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারীরা।

পাশাপাশি বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি বলে মামলার আবেদনে জানানো হয়েছিল।আগামী ১৪ জুলাই নতুন বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন গ্রহণের শেষ দিন। তাই  জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়েছিল।এ বার সেই মামলার প্রেক্ষিতে উল্লেখযোগ্য রায় দিল কলকাতা হাইকোর্ট।