ধৃত ২ জনই হিন্দু
হিন্দু গোমাংস ব্যবসায়ীর মাংস পাচার করতে গিয়ে গ্রেফতার ২
- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 141
পুবের কলম, জাতীয় ডেস্ক : গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে কর্নাটক পুলিশ যে দুজনকে গ্রেফতার করল দুজনেই হিন্দু। এবং যে গোমাংস ব্যবসায়ীর হয়ে এই মাংস ওরা নিয়ে যাচ্ছিল, সেই ব্যবসায়ীও হিন্দু। ধৃত দুই গাড়িচালক এবং খালাসির নাম রাজু বাল নায়েক এবং সিদ্দাপ্পা বালাপ্পা বুদনুর। আর গোমাংস ব্যবসায়ীর নাম অমল মোহনদাস।
কর্নাটকের বেলাগাবি থেকে গোয়ায় একটি ছোট ট্রাকে করে ১৯৩০ কেজি গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল। রামানগর-আনামুরা সড়কপথে পুলিশ গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ করে। পুলিশ দেখে চালক দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটকানো হয়। তারপর ওদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত মাংসের বাজারমূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকার মতো।
আর যে গাড়িটিকে ধরা হয়েছে তার মূল্য ৮ লক্ষ টাকার মতো। গাড়িটিতে তল্লাসি চালান স্থানীয় থানার ইন্সপেক্টর। তিনি বলেন, বে আইনি জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল। গোমাংস ব্যবসায়ী মোহনদাস এর বিরুদ্ধেও কর্নাটক প্রিভেনশন অফ স্লটার অ্যান্ড ক্যাটল অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে। তাকেও গ্রেফতার করা হবে। এছাড়া ভারতীয় ন্যায়সংহিতার ৩২৫ এবং ১৯২(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। এবার গোমাংস পাচারে কোনও মুসলিম নয়, তিন হিন্দু অভিযুক্ত হল।






























