উজ্জ্বল হচ্ছে বিনিয়োগের সম্ভাবনা
নবান্নে টাটা গ্রুপের চেয়ারম্যান

- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 221
পুবের কলম প্রতিবেদক : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের লাগাতার দোষারোপের এবার বোধহয় শুধরে নেওয়ার পালা। সিঙ্গুর পর্ব আজ অতীত। এই রাজ্য ছেড়ে যাওয়া টাটা গোষ্ঠী যে এই রাজ্যে ভবিষ্যতে বিনিয়োগ করতে পারে, তেমনই সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে বুধবার যখন টাটা সনস এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। কিছুক্ষনের আলোচনা সারলেন। রাজ্যে কি কোনো বড় বিনিয়োগ করতে চাইছে টাটা? সে বিষয়ে নবান্নের সরকারি তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, এদিন টাটা গ্রুপের বাংলায় আসা ভবিষ্যত এ রাজ্যে শিল্প বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।