০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পাক সন্ত্রাসঘাঁটিতে নির্ভুল আঘাত, একটিও লক্ষ্যভ্রষ্ট হয়নি: অজিত ডোভাল

কিবরিয়া আনসারি
- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 98
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরে একটিও টার্গেট লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমরা নয়টি সন্ত্রাসঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত করে গুড়িয়ে দিয়েছি। এমনই মন্তব্য করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল।
শুক্রবার আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অপারেশন সিঁদুর প্রসঙ্গে ডোভাল বলেন, দেশীয় প্রযুক্তিকে সামরিক কাজে ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণ এই অভিযান। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে আকাশ নিরাপত্তা ব্যবস্থা যা কিছু আমরা ব্যবহার করেছি সবই আমাদের নিজস্ব। আমরা ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করেছিলাম। মাত্র ২৩ মিনিটের অপারেশনে নির্ভুল লক্ষ্যে প্রতিটি ধ্বংস করেছি।
পাক হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। এদিন পাক দাবি নস্যাৎ করে এনএসএ বলেন, আপনারা কেউ একটি ছবি প্রকাশ্যে এনে প্রমাণ করুন ভারতের কোনও ক্ষতি হয়েছে। ওরা মুখে এক কথা বলছে অথচ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ১৩টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে।