পুবের কলম, ওয়েব ডেস্ক: সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আপ – ডাউন পরিষেবা। তবে দীর্ঘ ১ ঘণ্টার পর আপাতত স্বাভাবিক পরিষেবা। এখন সম্পূর্ণ পথে মেট্রো চলছে।
মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে মধ্যবয়সি পুরুষ ঝাঁপ দেন। খবর পাওয়া মাত্রই মেট্রো রেল কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আপাতত চিকিৎসাধীন তিনি। এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুই শাখায় ব্যাহত হয় পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা।

































