১৬তম রোজগার মেলায় ৫১,০০০ যুবক – যুবতীকে নিয়োগপত্র বিতরণ মোদির

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 123
পুবের কলম, ওয়েব ডেস্ক: ১৬তম রোজগার মেলায় ৫১,০০০ হাজারেরও বেশি তরুণ- তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় তাঁরা নিয়োগ পেয়েছেন। ভিডিয়ো কনফারেন্সেরের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
নিয়োগপত্র দেওয়ার পর নিজের ভাষণে সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, এই যুবকেরা আজ থেকে সরকারি পরিষেবার নতুন দায়িত্ব গ্রহণ করছেন। আপনারা বিভিন্ন বিভাগে নিযুক্ত হলেও, সবার লক্ষ্য এক—জনসেবার মাধ্যমে দেশসেবা, যা ‘নাগরিক প্রথম’ নীতিতে পরিচালিত।
প্রধানমন্ত্রী ভারতের দুটি অসীম শক্তির কথা তুলে ধরেন—ডেমোগ্রাফি (জনসংখ্যার গঠন) ও ডেমোক্রেসি (গণতন্ত্র)।
তিনি বলেন, ভারতের যুবসম্পদ ও গণতন্ত্র দেশের এক অনন্য শক্তি। ভারত এই দুই শক্তির উপর ভিত্তি করেই আজ বিশ্বমঞ্চে নিজেকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করছে। আর পুরো বিশ্ব এই কথা মেনে নিয়েছে ।
উল্লেখ্য, বেকারত্ব মোচনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলার প্রধান লক্ষ্য হল
যুবক-যুবতীদের ক্ষমতায়ন এবং জাতি-গঠনে অংশগ্রহণের জন্য তাদের অর্থপূর্ণ সুযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।