ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি” ডাকে ২১শে জুলাই-এর শহীদ দিবসের প্রস্তুতি সভা

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 132
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: আগামী ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জমায়েতের আহ্বানে ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ স্লোগানকে সামনে রেখে প্রস্তুতি জোরদার হয়েছে গোটা রাজ্যে। সেই উপলক্ষে মথুরাপুরের আই ডব্লিউ এম সুন্দরবন সংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা।
রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন সংগঠনিক জেলা আই ডব্লিউ এম-এর সোশ্যাল মিডিয়া সভাপতি ডিজে অলক ও জেলার চেয়ারম্যান সাদ্দাম লস্কর। সভার মূল উদ্দেশ্য ছিল ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসে সফল জমায়েত নিশ্চিত করার জন্য কর্মীদের উদ্দীপনা ও দায়িত্ব নিয়ে আলোচনা।
সভায় বক্তারা বলেন, “২১ জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটি শহীদদের স্মরণে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।”
তাঁরা আরও জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার এবং সমন্বয়ের দায়িত্ব আগের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই সভায় উপস্থিত ছিলেন বহু সংখ্যক আই ডব্লিউ এম কর্মী ও সমর্থকরা। তাদের সকলকে ব্যাজ মোমেন্টো এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাঁদের সক্রিয় উপস্থিতি থেকেই স্পষ্ট যে ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ আহ্বানে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে।
সভার শেষে কর্মীদের মধ্যে শহীদ দিবসের জন্য নির্ধারিত ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।