২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার মতো আম-কূটনীতি ইউনূসেরও, মোদিকে পাঠাচ্ছেন হাজার কেজি আম

আবুল খায়ের
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 244

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও ভারত সরকারের উদ্দেশে উপহারস্বরূপ আম পাঠাল বাংলাদেশ। যদিও এবার প্রেরক শেখ হাসিনা নন, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রায় ১,০০০ কেজি বিখ্যাত হাড়িভাঙা আম পাঠানো হয়েছে। সোমবারই ওই আম নয়াদিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। একইসঙ্গে আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও।

এবার যে হাড়িভাঙা আম পাঠানো হয়েছে, তা মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর অঞ্চলে উৎপাদিত হয়। এক একটি আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রামের মধ্যে হয়। রসালো, আঁশবিহীন ও সুস্বাদু এই জাতের আম দেশে তো বটেই, বিদেশেও অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর এই আম বিদেশে রফতানিও করে ঢাকা।

বাংলাদেশ থেকে প্রতিবছর আম পাঠানো কূটনৈতিক সৌহার্দ্য ও শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শেখ হাসিনা প্রতি বছর এই সময়ে আম পাঠাতেন ভারত সরকারের বিভিন্ন স্তরে—প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পৌঁছাত সেই উপহার। কখনও থাকত হিমসাগর, কখনও ল্যাংড়া, আবার কখনও আম্রপালি।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গণআন্দোলনের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যেই হাসিনার ‘আম-কূটনীতি’কে ধরে রেখে ইউনূস ভারত-বাংলাদেশ সুসম্পর্ককে অব্যাহত রাখার ইঙ্গিত দিলেন এই আম-উপহারের মাধ্যমে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসিনার মতো আম-কূটনীতি ইউনূসেরও, মোদিকে পাঠাচ্ছেন হাজার কেজি আম

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও ভারত সরকারের উদ্দেশে উপহারস্বরূপ আম পাঠাল বাংলাদেশ। যদিও এবার প্রেরক শেখ হাসিনা নন, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রায় ১,০০০ কেজি বিখ্যাত হাড়িভাঙা আম পাঠানো হয়েছে। সোমবারই ওই আম নয়াদিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। একইসঙ্গে আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও।

এবার যে হাড়িভাঙা আম পাঠানো হয়েছে, তা মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর অঞ্চলে উৎপাদিত হয়। এক একটি আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রামের মধ্যে হয়। রসালো, আঁশবিহীন ও সুস্বাদু এই জাতের আম দেশে তো বটেই, বিদেশেও অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর এই আম বিদেশে রফতানিও করে ঢাকা।

বাংলাদেশ থেকে প্রতিবছর আম পাঠানো কূটনৈতিক সৌহার্দ্য ও শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শেখ হাসিনা প্রতি বছর এই সময়ে আম পাঠাতেন ভারত সরকারের বিভিন্ন স্তরে—প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পৌঁছাত সেই উপহার। কখনও থাকত হিমসাগর, কখনও ল্যাংড়া, আবার কখনও আম্রপালি।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গণআন্দোলনের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যেই হাসিনার ‘আম-কূটনীতি’কে ধরে রেখে ইউনূস ভারত-বাংলাদেশ সুসম্পর্ককে অব্যাহত রাখার ইঙ্গিত দিলেন এই আম-উপহারের মাধ্যমে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক