২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 197

পুবের কলম,ওয়েবডেস্ক: হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পাওয়ার তথ্য পুরোপুরি সত্য না, নিন্দুকদের বিরুদ্ধে গর্জে উঠলেন দেশটির তদারকি সরকার মুহাম্মদ ইউনুস

 

আরও পড়ুন: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৯

উল্লেখ্য, হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বাড়া নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।  সম্প্রতি দেশটিতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর স্বাভাবিকভাবেই এই প্রতিবেদনকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

আরও পড়ুন: উত্তরা মাইলস্টোন কলেজ: বিমান দুর্ঘটনার ঘটনায় শোকপ্রকাশ ইউনুসের

 

তবে   সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়। সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল।

 

প্রধান ‍উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে একটি পরিসংখ্যান চার্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। 

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস

 

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন—হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই—এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি। তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ।

 

পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।
অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস
হাসিনা সরকার থাকাকালীন অপরাধের পরিসংখ্যান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পাওয়ার তথ্য পুরোপুরি সত্য না, নিন্দুকদের বিরুদ্ধে গর্জে উঠলেন দেশটির তদারকি সরকার মুহাম্মদ ইউনুস

 

আরও পড়ুন: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৯

উল্লেখ্য, হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বাড়া নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।  সম্প্রতি দেশটিতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর স্বাভাবিকভাবেই এই প্রতিবেদনকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

আরও পড়ুন: উত্তরা মাইলস্টোন কলেজ: বিমান দুর্ঘটনার ঘটনায় শোকপ্রকাশ ইউনুসের

 

তবে   সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়। সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল।

 

প্রধান ‍উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে একটি পরিসংখ্যান চার্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। 

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস

 

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন—হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই—এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি। তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ।

 

পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।
অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস
হাসিনা সরকার থাকাকালীন অপরাধের পরিসংখ্যান