শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিয়ম-৪-এর দল সোমবার আইএসএস থেকে ফিরছেন পৃথিবীতে

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 326
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের গর্ব, মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর উদ্দেশে ফিরছেন। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসেবে তাঁরা সোমবার, ১৫ জুলাই, বিকেল ৪টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) আইএসএস থেকে আনডক করে তাঁদের যাত্রা শুরু করবেন। সফল হলে, মঙ্গলবার বিকেল ৩টা ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে তাঁদের যাত্রার সমাপ্তি ঘটবে। পুরো ঘটনাটি NASA-এর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ সম্প্রচার করা হবে।
২৫ জুন, স্পেসএক্সের ‘ড্রাগন’ ক্যাপসুলে করে আইএসএস-এর দিকে যাত্রা করেন শুভাংশু শুক্লা, সঙ্গে ছিলেন: পেগি হুইটসন (ক্রু কমান্ডার), স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি (মিশন বিশেষজ্ঞ), টিবর কাপু। প্রায় ১৮ দিন মহাকাশে কাটিয়ে তাঁরা ফিরছেন পৃথিবীতে। শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় নাগরিক, যিনি বাণিজ্যিক অভিযানে আইএসএস-এ পৌঁছেছেন। এই মিশনে ৫৫০ কোটি টাকা খরচ করেছে ISRO।
তাঁরা যে ‘ড্রাগন স্পেসক্রাফ্টে’ আইএসএস-এ পৌঁছেছিলেন, সেটিতেই তাঁরা ফিরে আসবেন। সোমবার বিকেলে শুরু হবে ‘আনডকিং’ প্রক্রিয়া, যেখানে মহাকাশযানটি আইএসএস থেকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা হবে। তবে নভশ্চরেরা ভিতর থেকে পুরো সময়টি পর্যবেক্ষণ করবেন।
আনডকিংয়ের পর শুরু হবে পৃথিবীর দিকে প্রবাহমান ফেরার যাত্রা, যার অংশ হিসেবে চালানো হবে একটি ‘রেট্রোগ্রেড বার্ন’—এটি ক্যাপসুলের গতি কমিয়ে পৃথিবীর অভিকর্ষে ঢোকার পথ প্রস্তুত করবে।
-
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়, ক্যাপসুল ঘণ্টায় ২৮,০০০ কিমি বেগে চলবে এবং প্রচণ্ড ঘর্ষণ ও তাপের মুখোমুখি হবে।
-
ধীরে ধীরে গতি কমে হবে ২৪ কিমি প্রতি ঘণ্টা।
-
নিরাপদ অবতরণের জন্য ধাপে ধাপে খোলা হবে প্যারাশুট:
-
প্রথমে ছোট প্যারাশুট, তারপর
-
মূল প্যারাশুট, যা ক্যাপসুলকে ধীরে প্রশান্ত মহাসাগরের জলে নামাবে।
-
-
আবহাওয়া অনুকূল থাকলে, ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় সুনির্দিষ্টভাবে অবতরণ করবে ক্যাপসুলটি।
স্প্ল্যাশডাউনের পর, স্পেসএক্সের রিকভারি টিম দ্রুত পৌঁছে যাবে ঘটনাস্থলে। তাঁরা ক্যাপসুলটিকে একটি জাহাজে তুলে নভশ্চরদের নিরাপদে উদ্ধার করবেন।
এই অভিযানে শুধু মানব ফেরা নয়, শুভাংশুরা ফিরিয়ে আনছেন ২৬৩ কিলোগ্রাম বৈজ্ঞানিক সরঞ্জাম ও তথ্য। যার মধ্যে রয়েছে:
-
নাসার ৬০টির বেশি গবেষণার ফলাফল,
-
গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ও ডেটা।
এই অভিযানের মাধ্যমে, শুভাংশু শুক্লা ভারতের পক্ষ থেকে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় উপস্থিতি আরও শক্তিশালী হল। ভারতের তরুণ প্রজন্মের কাছে এটি হবে একটি অনুপ্রেরণার গল্প।
এই অবতরণ সফল হলে, এটি হবে ভারতের ইতিহাসে এক অনন্য মহাকাশ অভিযান। আগ্রহীরা চাইলে NASA-এর ওয়েবসাইটে লাইভ আপডেট ও সম্প্রচার দেখে নিতে পারেন এই ঐতিহাসিক মুহূর্ত।