হরিয়ানার নব নির্বাচিত রাজ্যপাল হলেন হাওড়ার অসীম ঘোষ

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 195
পুবের কলম প্রতিবেদক: হরিয়ানার রাজ্যপাল পদে বাঙালি মুখ। হাওড়ার প্রাক্তন অধ্যাপক অসীম ঘোষকে মনোনীত করা হল হরিয়ানার রাজ্যপাল হিসাবে। রাজ্যপাল বদল হল গোয়াতেও। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাধিক রাজ্যের রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগের ঘোষণা করেন।
এই সংবাদটি অসীম ঘোষ প্রথম পান বন্ধুদের কাছ থেকেই। অসীমবাবুর প্রথম প্রতিক্রিয়া, ‘অনেক বড় দায়িত্ব। সংবিধান মেনে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব’। রাজ্য ছেড়ে গেলেও এখানেই মন পড়ে থাকবে বলে জানান।
বলেন, দূরে গেলেও এখানেই মন পড়ে থাকবে। অপেক্ষা করব আবার বাংলা কবে তার হারানো গৌরব ফিরে পাবে।ক্ষ্ম তাঁকে রাজ্যপাল নির্বাচিত করায় রাষ্ট্রপতি ও বিজেপির উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি।
অসীম ঘোষের জন্ম ১৯৪৪ সালে হাওড়ায়। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন।
১৯৯৬ সালে রাজ্য সম্পাদক হন। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৩-২০০৫ সাল পর্যন্ত ইনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন।বর্তমান রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের নির্বাচনের সময় ইনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হন।