Breaking: পৃথিবীতে পা রাখলেন শুভাংশু শুক্লা

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 42
পুবের কলম, ওয়েব ডেস্ক: পৃথিবীতে পা রাখলেন শুভাংশু শুক্লা। ১৮ দিনের মহাকাশ যাত্রা সফলভাবে শেষ করে অবশেষে পৃথিবীতে পা রাখলেন তিনি। নাসা সূত্রে খবর, মহাকাশযানটি ১৫ জুলাই, মঙ্গলবার বিকাল ৩:০১ মিনিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে।
উল্লেখ্য, ২৬ জুন ইতিহাস রচনা করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। অবশেষে ১৮ দিনের মাথায় ধরণীতে পা রাখলেন তিনি। এর আগে সোমবার বিকেল ৪:৪০ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ড্রাগন মহাকাশযানটির আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছিল। আনডকের প্রায় ২২.৫ ঘন্টা পরে তাঁদের ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করল।
VIDEO | California, USA: After safe landing of Axiom-4 crew, fastboats deployed to recover the vessel. “We are happy to have you back home,” says NASA.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/yLBU1HgPSu
— Press Trust of India (@PTI_News) July 15, 2025
Prime Minister Narendra Modi tweets, “I join the nation in welcoming Group Captain Shubhanshu Shukla as he returns to Earth from his historic mission to Space. As India’s first astronaut to have visited International Space Station, he has inspired a billion dreams through his… pic.twitter.com/vZzhOylyej
— ANI (@ANI) July 15, 2025
#WATCH | “Bharat today has truly found an enduring space in the world of Space. It is a moment of glory for India as one of our illustrious sons returns after completing a successful voyage…,” says Union Minister Dr Jitendra Singh as Group Captain Shubhanshu Shukla piloted… pic.twitter.com/1Fg5OrvVrk
— ANI (@ANI) July 15, 2025