বাদল অধিবেশনের রণকৌশল ঠিক করতে বিরোধীদের বৈঠক, পহেলগাও হামলা, ভোটার তালিকা সংশোধনী ও বাণিজ্য চুক্তি নিয়ে তোলা হবে প্রশ্ন

- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 50
আসন্ন সংসদের বাদল অধিবেশনে বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানাতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। শনিবার বিরোধী ২৪ দলের অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, পহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং আমেরিকা-ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রশ্ন তুলবেন তাঁরা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, বেশ কয়েক মাস পর এত বড় মাপের বৈঠক হল। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।
বিহারে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলবেন বিরোধীরা।
পহেলগাও এর পাশাপাশি ‘অপারেশন সিন্দুর’ নিয়েও সংসদে প্রশ্ন তুলবে বিরোধীরা।
এছাড়া দুধ, কৃষি, পশুপালন, ওষুধসহ একাধিক খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার প্রসঙ্গেও বিরোধীরা সরকারের অবস্থান জানতে চাইবেন।