২০০৬ সালে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৮৭, আহতের সংখ্যা ছিল ৮০০
মুম্বাই ট্রেন বিস্ফোরণ: ১২ জন দোষী সাব্যস্তকে বেকসুর খালাস দিল বম্বে হাইকোর্ট

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 40
পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বাইয়ে ট্রেন বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস দিল বম্বে হাইকোর্ট। ২০০৬ সালের ওই বোমা হামলার ঘটনায় ১৮৭ জন নিহত এবং ৮০০ জনেরও বেশি আহত হন। সেই মামলায় ২০১৫ সালে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল একটি বিশেষ মকোকা আদালতের বিচারকরা। সোমবার বিশেষ আদালতের রায়কে বাতিল করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
এদিন বিচারপতি অনিল কিলোর এবং শ্যাম চন্দকের বেঞ্চ বলেছেন, “অভিযুক্তরা যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে। এটা বিশ্বাস করা কঠিন যে অভিযুক্তরা অপরাধ করেছে। তাই তাদের দোষী সাব্যস্ততা করার রায় বাতিল করা হচ্ছে।” এরপরই ১২ জনকে খালাস করে দিয়েছে বোম্বে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যার ব্যস্ত সময়ে মুম্বাইয়ে যাত্রীবাহী ট্রেনে পরপর সাতটি বোমা বিস্ফোরণ ঘটে। সাতটি প্রেসার কুকারে প্যাক করে ব্যাগে রাখা বোমাগুলো ছয় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয়। মাতুঙ্গা, খার, মাহিম, যোগেশ্বরী, বোরিভালি এবং মীরা রোড এলাকায় বিস্ফোরণগুলি ঘটেছিল। এই বোমা বিস্ফোরণ দেশে সবচেয়ে ভয়াবহ হামলার একটি বলে বিবেচিত করা হয়।