১২ বছর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 38
পুবের কলম ওয়েবডেস্ক: ২০০৮ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। ৬ বছর হওয়ার পরেই টুর্নামেন্ট বন্ধও হয়ে যায়। ১২ বছর পরে ফিরতে চলেছে এই টুর্নামেন্ট। আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’তে বিভিন্ন দেশের টি-২০ লিগের চ্যাম্পিয়ন দলগুলি অংশগ্রহণ করে।
আইসিসির একটি সুত্র থেকে জানা গিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। তার আগে মে মাসে শেষ হয়ে যাবে আইপিএল। অনান্য দেশের টি-২০ লিগও শেষ হয়ে যাবে। যে ১২ বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ বন্ধ ছিল। সেই সময়ের মধ্যে সারা বিশ্ব জুড়ে টি-২০ লিগের সংখ্যা অনেক বেড়েছে।
এখন প্রশ্ন, সব টি-২০ লিগের চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’তে সুযোগ দেওয়া হবে কিনা? আইসিসি জানিয়েছে, এই ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও একটি সমস্যা নিয়েও ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা হবে। সেটি হল- বিশ্বের বিভিন্ন দেশে যে ক্রিকেট লিগগুলি চলে, তার মধ্যে অনেক দলই রয়েছে যাদের মালিক একই। যেমন মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কাদের একাধিক দল রয়েছে। একই মালিকের একাধিক দল চ্যাম্পিয়ন্স লিগে খেললে সমস্যা তৈরি হতে পারে।