হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 54
পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে কাজ করার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জুট মিলের একটি মেশিনের মধ্যে আটকে গিয়ে মৃত্যু হল এক অভিজ্ঞ শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ম. রুস্তম আলি (বয়স ৫২)। এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে শোক ও উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত রুস্তম আলির বাড়ি হালিশহর এলাকাতেই। মঙ্গলবার সকালে তিনি পাট ঘরে কাজ করছিলেন। সেই সময় একটি চলন্ত মেশিনের সামনে কাজ করার সময় হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। অসাবধানতাবশত কোনওভাবে মেশিনের মধ্যে ঢুকে পড়েন রুস্তম। সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হয়ে গেলেও, ততক্ষণে মারাত্মকভাবে আহত হন তিনি।
ঘটনার পরে জুট মিলের অন্যান্য কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মিল কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
এই মর্মান্তিক মৃত্যুর পর জুট মিলের অন্যান্য কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বহু কর্মীই মিল চত্বরে জমায়েত হয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তার তদন্তের দাবি উঠেছে।
হুকুমচাঁদ জুট মিলের মতো একটি বৃহৎ শিল্পস্থলে কীভাবে একজন অভিজ্ঞ শ্রমিক অন্যমনস্ক অবস্থায় মেশিনে ঢুকে পড়লেন—এই প্রশ্ন এখন চর্চার কেন্দ্রে। কর্মীদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি না থাকাই এই ঘটনার কারণ। মিল কর্তৃপক্ষের তরফে যদিও এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই দুর্ঘটনা জুট শিল্পের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। প্রশাসনের তরফে তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে রুস্তম আলির মৃত্যুতে হালিশহরের শ্রমিক মহলে শোকের আবহ ছড়িয়ে পড়েছে।