২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুনাখালি পঞ্চায়েতে তৈরী হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 51

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : নদীর তীরে অবস্থিত সুন্দরবনের পরিবেশ বান্ধব চুনাখালি গ্রাম পঞ্চায়েত।তপশিলভুক্ত এলাকা। এছাড়াও এই পঞ্চায়েতে অসংখ্য মহিলা সদস্য রয়েছেন। পঞ্চায়েতের পাশেই প্রতিদিনই স্বনির্ভর মায়ের বিভিন্ন কাজের ও প্রশিক্ষণ দেওয়া হয়। এক কথায় সুন্দরবনের এই পঞ্চায়েতে প্রতিদিনই বিভিন্ন কাজের জন্য শতাধিক মায়েরা উপস্থিত থাকেন।

অনেক মায়ের কোলে থাকে শিশু সন্তান।সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে সমস্যায় পড়তে হয় মায়েদের। মায়েদের এহেন সমস্যা নজরে পড়ে পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী সরদার ও উপপ্রধান নরেশ চন্দ্র নস্করের। মায়েদের এমন সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান।পঞ্চায়েতের অফিসের পাশেই গড়ে তোলা হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র।

আরও পড়ুন: বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের নিঃশব্দ সৈনিকদের কুর্নিশ

যেখানে মায়েরা তাঁর সন্তানদেরকে নিরাপদ এবং নিশ্চিন্তে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এছাড়াও এই মাতৃদুগ্ধ কেন্দ্রে থাকবে অত্যাধুনিক ব্যবস্থা।সুলভ শৌচালয়,পানীয় জলের ব্যবস্থা,আলো,পাখা এবং শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলার সরঞ্জাম।

আরও পড়ুন: জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনে সচেতনতা বার্তা দেওয়া হল ম্যানগ্রোভ বসিয়ে

উল্লেখ্য ইতিমধ্যে এই মাতৃদুগ্ধ কেন্দ্রটির কাজ প্রায় সমাপ্তের পথে। আগামী অক্টোবর মাসেই সুচনা হবে বলে পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে। উল্লেখ্য সুন্দরবনের চুনাখালি পঞ্চায়েতে এমন উদ্যোগ প্রথম। পাশাপাশি চুনাখালি পঞ্চায়েতের এমন আগামী দিনে রাজ্যে অন্যান্য পঞ্চায়েতগুলির কাছে দৃষ্টান্ত এবং নজির সৃষ্টি করবে।

আরও পড়ুন: ‘বিপন্ন সুন্দরবনের ঐতিহ্য’ হারিয়ে যাচ্ছে বনবিবি পালা ও ম্যানগ্রোভ বন

চুনাখালি পঞ্চায়েতে তৈরী হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র

এমন উদ্যোগ প্রসঙ্গে চুনাখালি পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী সরদার জানিয়েছেন, ‘বুকে দুধের সন্তান কে আগলে নিয়ে কোন কাজ করতে গেলে মায়েদের অসুবিধা হয় না। তবে সন্তান যখন খিদের জ্বালায় কান্না শুরু করে তখনই মায়েদের চরমতম সমস্যায় পড়তে হয়।বুকের দুধ খাওয়ানোর জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে হয়। যেটা অধিকাংশ সময় পাওয়া সম্ভব নয়। ফলে পঞ্চায়েত অফিসে অসংখ্য মায়েরা বুকের শিশু আগলে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হাজির হয়।তাঁরা যাতে নিরাপদ এবং নিশ্চিন্তে মাতৃদুগ্ধ সন্তানকে পান করাতে পারেন তার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

উপ প্রধান নরেশ চন্দ্র নস্কর জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সর্বদাই মায়েদের জন্য চিন্তাভাবনা করেন। মায়েদেরকে কষ্টের মধ্যে পড়তে হবে এমনটা তিনি কোন দিনও চিন্তা করেন না। সেখানে আমরা তাঁরই আদর্শে অনুপ্রাণিত। মায়েদের চিন্তা এবং কষ্ট লাঘব করার জন্য পঞ্চায়েতের তরফ থেকে ‘মাতৃদুগ্ধ কেন্দ্র’ তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী দিনে বাস্তবায়িত হতে চলেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুনাখালি পঞ্চায়েতে তৈরী হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : নদীর তীরে অবস্থিত সুন্দরবনের পরিবেশ বান্ধব চুনাখালি গ্রাম পঞ্চায়েত।তপশিলভুক্ত এলাকা। এছাড়াও এই পঞ্চায়েতে অসংখ্য মহিলা সদস্য রয়েছেন। পঞ্চায়েতের পাশেই প্রতিদিনই স্বনির্ভর মায়ের বিভিন্ন কাজের ও প্রশিক্ষণ দেওয়া হয়। এক কথায় সুন্দরবনের এই পঞ্চায়েতে প্রতিদিনই বিভিন্ন কাজের জন্য শতাধিক মায়েরা উপস্থিত থাকেন।

অনেক মায়ের কোলে থাকে শিশু সন্তান।সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে সমস্যায় পড়তে হয় মায়েদের। মায়েদের এহেন সমস্যা নজরে পড়ে পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী সরদার ও উপপ্রধান নরেশ চন্দ্র নস্করের। মায়েদের এমন সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান।পঞ্চায়েতের অফিসের পাশেই গড়ে তোলা হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র।

আরও পড়ুন: বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের নিঃশব্দ সৈনিকদের কুর্নিশ

যেখানে মায়েরা তাঁর সন্তানদেরকে নিরাপদ এবং নিশ্চিন্তে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এছাড়াও এই মাতৃদুগ্ধ কেন্দ্রে থাকবে অত্যাধুনিক ব্যবস্থা।সুলভ শৌচালয়,পানীয় জলের ব্যবস্থা,আলো,পাখা এবং শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলার সরঞ্জাম।

আরও পড়ুন: জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনে সচেতনতা বার্তা দেওয়া হল ম্যানগ্রোভ বসিয়ে

উল্লেখ্য ইতিমধ্যে এই মাতৃদুগ্ধ কেন্দ্রটির কাজ প্রায় সমাপ্তের পথে। আগামী অক্টোবর মাসেই সুচনা হবে বলে পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে। উল্লেখ্য সুন্দরবনের চুনাখালি পঞ্চায়েতে এমন উদ্যোগ প্রথম। পাশাপাশি চুনাখালি পঞ্চায়েতের এমন আগামী দিনে রাজ্যে অন্যান্য পঞ্চায়েতগুলির কাছে দৃষ্টান্ত এবং নজির সৃষ্টি করবে।

আরও পড়ুন: ‘বিপন্ন সুন্দরবনের ঐতিহ্য’ হারিয়ে যাচ্ছে বনবিবি পালা ও ম্যানগ্রোভ বন

চুনাখালি পঞ্চায়েতে তৈরী হচ্ছে মাতৃদুগ্ধ কেন্দ্র

এমন উদ্যোগ প্রসঙ্গে চুনাখালি পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী সরদার জানিয়েছেন, ‘বুকে দুধের সন্তান কে আগলে নিয়ে কোন কাজ করতে গেলে মায়েদের অসুবিধা হয় না। তবে সন্তান যখন খিদের জ্বালায় কান্না শুরু করে তখনই মায়েদের চরমতম সমস্যায় পড়তে হয়।বুকের দুধ খাওয়ানোর জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে হয়। যেটা অধিকাংশ সময় পাওয়া সম্ভব নয়। ফলে পঞ্চায়েত অফিসে অসংখ্য মায়েরা বুকের শিশু আগলে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হাজির হয়।তাঁরা যাতে নিরাপদ এবং নিশ্চিন্তে মাতৃদুগ্ধ সন্তানকে পান করাতে পারেন তার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

উপ প্রধান নরেশ চন্দ্র নস্কর জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সর্বদাই মায়েদের জন্য চিন্তাভাবনা করেন। মায়েদেরকে কষ্টের মধ্যে পড়তে হবে এমনটা তিনি কোন দিনও চিন্তা করেন না। সেখানে আমরা তাঁরই আদর্শে অনুপ্রাণিত। মায়েদের চিন্তা এবং কষ্ট লাঘব করার জন্য পঞ্চায়েতের তরফ থেকে ‘মাতৃদুগ্ধ কেন্দ্র’ তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী দিনে বাস্তবায়িত হতে চলেছে।