২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে পতিত শক্তি, অভিযোগ মুহাম্মদ ইউনুসের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ও পতিত শক্তি নানাভাবে গণ্ডগোল সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ওই দেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “যখনই আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, তখনই একের পর এক ষড়যন্ত্র সামনে আসছে। এসব করে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। কিন্তু বাস্তবতা হলো— কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের পথকে থামিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে যদি সকল গণতান্ত্রিক শক্তি অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে না আসে, তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে।”

আরও পড়ুন: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমরা প্রত্যাশা করি, সকল রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের পাশে থাকবে।”

আরও পড়ুন: এবার বাংলাদেশের পাশে ভারত, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহায়তা

আরও পড়ুন: বাংলাদেশের সচিবালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৭৫ পড়ুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে পতিত শক্তি, অভিযোগ মুহাম্মদ ইউনুসের

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ও পতিত শক্তি নানাভাবে গণ্ডগোল সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ওই দেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “যখনই আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, তখনই একের পর এক ষড়যন্ত্র সামনে আসছে। এসব করে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। কিন্তু বাস্তবতা হলো— কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের পথকে থামিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে যদি সকল গণতান্ত্রিক শক্তি অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে না আসে, তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে।”

আরও পড়ুন: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমরা প্রত্যাশা করি, সকল রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের পাশে থাকবে।”

আরও পড়ুন: এবার বাংলাদেশের পাশে ভারত, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহায়তা

আরও পড়ুন: বাংলাদেশের সচিবালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৭৫ পড়ুয়া