অপারেশন সিঁদুর নিয়ে সংসদে অখিলেশ যাদবের তোপ

- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 31
নয়াদিল্লি : অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির নেতা ও কনৌজের সাংসদ অখিলেশ যাদব। তিনি সরাসরি প্রশ্ন করেন— “যেখানে মনে হচ্ছিল পাক অধিকৃত কাশ্মীর আমাদের হয়ে যাবে, সেখানে হঠাৎ করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কেন নেওয়া হল?”লোকসভার বর্ষা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ বলেন, “টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি, লাহোর-করাচি পর্যন্ত দখলের দাবি উঠছিল।
এমন এক আবহ তৈরি হয়েছিল, যেখানে মনে হচ্ছিল POK ভারতের দখলে চলে আসবে। অথচ হঠাৎ করে কেন পিছু হটল সরকার? ছয় মাসের মধ্যে POK দখলের প্রতিশ্রুতি দেওয়া সরকার যুদ্ধবিরতির সিদ্ধান্ত কেন নিল, সেটা দেশের মানুষ জানতে চায়।”
অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, “এই অপারেশনে সেনা জওয়ানরা বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকছেই।” পহেলগাম হামলার প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, “এই হামলা প্রমাণ করে যে সীমান্তে অবহেলা করলে তার মূল্য সাধারণ নাগরিককে জীবন দিয়ে দিতে হয়। স্বাধীনতার এত বছর পরেও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।” সরকারের কৌশল এবং ভাষা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনসাধারণকে সম্মোহিত করার চেষ্টা করা হচ্ছে। সরকার মানুষের আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা দেশের জন্য বিপজ্জনক।”
অখিলেশ যাদবের এই বক্তব্যে সংসদে আলোড়ন তৈরি হয়েছে। বিরোধীরা সরকারের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে।