০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
টাকার রেকর্ড পতন, বিস্মিত অর্থনীতিবিদরা

ইমামা খাতুন
- আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 50
পুবের কলম ওয়েবডেস্ক : ডলারের সাপেক্ষে টাকার দাম ফের পড়ছে। গত বুধবার তা নেমে গিয়েছিল নজিরবিহীন তলানিতে। ওই দিন ভারতীয় মুদ্রাকে টেনে নামিয়ে একলপ্তে ৮৯ পয়সা উঠে যায় ডলার।
এক ডলারের দাম হয় ৮৭.৮০ টাকা। ভারতীয় মুদ্রার এই দাম ঐতিহাসিক নীচে। তিন বছরে এটাই এক দিনে টাকার সর্বাধিক পতনও। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার অবশ্য ডলার ১৫ পয়সা নামে।
শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু এক্স-এ লিখেছেন, “ডলারের সাপেক্ষে ভারতীয় টাকা ২০১৪ সালে সব থেকে বেশি দুর্বল হয়েছিল। এক ডলার তখন ৬০.৯৫ টাকা হয়। যে কারণে সেই সময় পরিকল্পনা করা হয়, টাকাকে শক্তিশালী করতে হবে এবং (ডলারকে) ৪০ টাকায় নামিয়ে আনতে হবে। অথচ এখন এক ডলার ৮৭.৬৬ টাকায় পৌঁছে গিয়েছে।”