স্বাধীনতা দিবস ২০২৫: লালকেল্লায় ভাষণের জন্য জনতার পরামর্শ চাইলেন মোদি

- আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্ক : এ বছর দেশের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী। দেশজুড়ে এই ঐতিহাসিক দিনের মহা-উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এদিনের সবচেয়ে বহুল প্রতীক্ষিত মুহূর্তগুলির একটি প্রধানমন্ত্রীর ঐতিহ্যবাহী ভাষণ। এই ভাষণ তিনি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেন। এই নিয়ে পরপর দ্বাদশবারের মতো লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি।
এই ভাষণের আগে তিনি দেশের নাগরিকদের কাছ থেকে চিন্তাভাবনা, মতামত এবং প্রস্তাব আহ্বান করেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) প্রধানমন্ত্রী মোদি এক বার্তা দিয়ে দেশবাসীর কাছে স্বাধীনতা দিবসের ভাষণের জন্য নানা রকম প্রস্তাব এবং মতামত চেয়েছেন। নিজের সেই পোস্টে তিনি লেখেন, “এই বছরের স্বাধীনতা দিবসের আগে আমি আমার প্রিয় ভারতবাসীদের কাছ থেকে শুনতে চাই! আপনারা কী কী থিম বা ভাবনা এবারের ভাষণে শুনতে চান?”
প্রধানমন্ত্রী তাঁর পোস্টে জানিয়েছেন কীভাবে নাগরিকরা তাঁদের মতামত জানাতে পারেন। যে কেউ ‘মাইগভ’ প্ল্যাটফর্ম বা ‘নমো’ অ্যাপ ব্যবহার করে নিজের মতামত বা প্রস্তাব পাঠাতে পারবেন। এ জন্য একটি ওপেন ফোরামও চালু করা হয়েছে।
এদিকে, স্বাধীনতা দিবসের আগে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করতে দিল্লি পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে। পিটিআই সূত্র অনুযায়ী, রাজধানীর হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যাপক পরিদর্শন চালানো হয়েছে।
এই পাঁচদিনব্যাপী অভিযানে একশোর বেশি জায়গায় নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। পরিদর্শনের সময় একাধিক নিরাপত্তাগত ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে হোটেল, পার্কিং এলাকা, মেট্রো স্টেশনের নিকটবর্তী রেস্তোরাঁ, রেলওয়ে প্রাঙ্গণ, বাস স্ট্যান্ড ইত্যাদিতে সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় অবস্থায় ছিল।
এই অভিযানের মূল উদ্দেশ্য, জাতীয় অনুষ্ঠানের আগে সব রকম নিরাপত্তাজনিত ফাঁকফোকর মেরামত করে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা।