০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ঝাড়খণ্ডে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নবজাতকের মৃত্যুর পরও ভেন্টিলেটরে রেখে চিকিৎসা

ইমামা খাতুন
  • আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক : রাঁচির অরগোড়া থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে—নবজাতকের মৃত্যু হওয়ার পরও তিনদিন ধরে তাকে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চালানো হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইরফান আনসারির কড়া প্রতিক্রিয়া পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, “যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রোগীর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার সময় নির্ধারিত থাকে। যদি পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়া হয়ে থাকে, তাহলে তা সরাসরি স্বাস্থ্য দফতরে জানানো উচিত ছিল।

রাঁচির ডেপুটি কমিশনার (DC) ঘটনার গুরুত্ব বিবেচনায় একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে,। যাতে জেলা সমাজকল্যাণ আধিকারিক এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকও অন্তর্ভুক্ত রয়েছেন। DC অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শিশুটির মৃত্যুর পরও তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নবজাতকের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। শিশুটির বাবা মুকেশ সিং, অভিযোগ করেন যে মৃত্যুর পরও তাঁর সন্তানকে কৃত্রিমভাবে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খণ্ডে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নবজাতকের মৃত্যুর পরও ভেন্টিলেটরে রেখে চিকিৎসা

আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : রাঁচির অরগোড়া থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে—নবজাতকের মৃত্যু হওয়ার পরও তিনদিন ধরে তাকে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চালানো হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইরফান আনসারির কড়া প্রতিক্রিয়া পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, “যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রোগীর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার সময় নির্ধারিত থাকে। যদি পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়া হয়ে থাকে, তাহলে তা সরাসরি স্বাস্থ্য দফতরে জানানো উচিত ছিল।

রাঁচির ডেপুটি কমিশনার (DC) ঘটনার গুরুত্ব বিবেচনায় একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে,। যাতে জেলা সমাজকল্যাণ আধিকারিক এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকও অন্তর্ভুক্ত রয়েছেন। DC অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শিশুটির মৃত্যুর পরও তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নবজাতকের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। শিশুটির বাবা মুকেশ সিং, অভিযোগ করেন যে মৃত্যুর পরও তাঁর সন্তানকে কৃত্রিমভাবে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।